ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

উরুগুইয়ান ঝড়ে স্বপ্ন বাঁচিয়ে রাখলো বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
উরুগুইয়ান ঝড়ে স্বপ্ন বাঁচিয়ে রাখলো বার্সা ছবি: সংগৃহীত

ঢাকা: শিরোপা ধরে রাখার কঠিন সংকল্প নিয়ে মাঠে নামা বার্সেলোনা স্প্যানিশ লা লিগায় বড় জয় তুলে নিয়েছে। দেপোরতিভো লা করুনার বিপক্ষে মেসি-সুয়ারেজ-নেইমারদের হাঁপ ছেড়ে বাঁচার এই ম্যাচে জয়টি ৮-০ গোলের ব্যবধানে।

শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখতে বর্তমান চ্যাম্পিয়ন বার্সার হয়ে হ্যাটট্রিকসহ ৪টি গোল করেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। দলের অন্য ৩টি গোলের যোগানদাতাও তিনি।
 
প্রথমার্ধে সুয়ারেজের দুই গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দেপোরতিভোর জালে আরও ছয়বার বল জড়ায় বার্সা। তাতে সুয়ারেজসহ গোল করেন রেকিটিচ, মেসি, বারত্রা আর নেইমার।
 
চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সা চলতি আসরের কোয়ার্টার ফাইনালে অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে হেরে বিদায় নিয়েছে। বাজে সময় কাটানো কাতালানরা লিগের চার ম্যাচে টানা জয়শূন্য থেকে দেপোরতিভোর মাঠে আতিথ্য নেয়। নিজেদের অবস্থান শীর্ষে রাখতে এই ম্যাচে মাঠে নামার আগে বার্সার সংগ্রহ ছিল ৭৬ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়ে বার্সার পরেই ছিল অ্যাতলেতিকো। আর এক পয়েন্ট কম নিয়ে বার্সা-অ্যাতলেতিকোর ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে জয়ের ফলে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল বার্সা।
 
পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার পাশাপাশি শিরোপা স্বপ্ন বাঁচিয়ে রাখতে ম্যাচের সপ্তম মিনিটেই দেপোরতিভোর সীমানায় আক্রমণ চালায় বার্সা। তবে, আলভেজ-সুয়ারেজের যৌথ সেই প্রচেষ্টা নষ্ট হয়। ১১তম মিনিটে ঠিকই গোল আদায় করে নেয় গত মৌসুমের ট্রেবল জয়ী বার্সা। ইভান রেকিটিকের অ্যাসিস্ট থেকে দলের লিড নেওয়া গোলটি করেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। লিভারপুলের সাবেক এই তারকার গোলেই ১-০ তে এগিয়ে যায় কাতালানরা।
 
খেলার ২০তম মিনিটে বার্সাকে কাঁপিয়ে দেয় স্বাগতিক দেপোরতিভো। বার্সার গোলরক্ষক ক্লদিয়ো ব্রাভোকে একা পেয়েও শট নিতে দেরি করেন বোরগেস। কয়েক সেকেন্ডের ব্যবধানে আবারো ফিরতি শট নিলে আলভেজের সৌজন্যে এ যাত্রায় বেঁচে যায় কাতালানরা।
 
২৪তম মিনিটে বার্সার ব্যবধান দ্বিগুন করেন সুয়ারেজ। মেসির দুর্দান্ত এক ডিফেন্স চেড়া পাসে একা থাকা সুয়ারেজ দেপোরতিভোর জালে দ্বিতীয়বার বল জড়ান (২-০)।
 
৩৪ মিনিটের মাথায় হ্যাটট্রিকের সহজ সুযোগ নষ্ট করেন সুয়ারেজ। ইনিয়েস্তার দিক পরিবর্তন করা বল আলভেজ বাড়িয়ে দেন সুয়ারেজকে। লিভারপুলের সাবেক এই তারকা গোলরক্ষকের সামনে একা দাঁড়িয়ে উড়ন্ত বলে শট নিতে গেলে নিজের পায়েই বল জড়িয়ে গোলবঞ্চিত হন।
 
প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হলে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লুইস এনরিকের শিষ্যরা।
 
বিরতির পর খুব দ্রুতই গোলের দেখা পায় অতিথিরা। দলের তৃতীয় গোলটি করেন রেকিটিক। ম্যাচের ৪৭তম মিনিটের মাথায় সুয়ারেজের ডানদিক থেকে তুলে মারা বলে শট নেন দুর্দান্ত গতিতে এগিয়ে আসা রেকিটিক। বল দেপোরতিভোর জালে জড়ালে ৩-০ গোলে এগিয়ে যায় কাতালানরা।
 
৫৩ মিনিটের মাথায় ৪-০ গোলে এগিয়ে যায় বার্সা। দলের চতুর্থ আর নিজের হ্যাটট্রিক পূর্ণ করতে গোল করেন সুয়ারেজ। এবারো মেসির দুর্দান্ত এক পাসে বল পেয়ে দেপোরতিভোর জালে জড়ান স্বাগতিকদের ডি-বক্সে আতঙ্ক ছড়ানো সুয়ারেজ। হ্যাটট্রিক করেও যেনো থেমে যেতে চাননি সুয়ারেজ। উরুগুইয়ান এই তারকা ম্যাচের ৬৪ মিনিটেও গোল করেন। বার্সাকে পঞ্চম গোলটি পাইয়ে দিতে নেইমারের সহায়তা পান সুয়ারেজ। ব্রাজিল অধিনায়ক নেইমার চাইলে নিজেই শট নিয়ে গোলের চেষ্টা করতে পারতেন। তবে, সতীর্থ সুয়ারেজকে দিয়েই যেনো গোলটি করাতে চেয়েছিলেন নেইমার।
 
খেলার ৭৩তম মিনিটে দলের ষষ্ঠ গোলটি করেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। বামপাশ থেকে সুয়ারেজের বাড়ানো বলে বাঁ-পায়ের আলতো টোকায় দেপোরতিভোর দুই ডিফেন্ডারের মাঝদিয়ে প্রতিপক্ষের জালে বল জড়ান মেসি (৬-০)।
 
৭৯ মিনিটের মাথায় একক প্রচেষ্টায় গোল করেন মার্ক বারত্রা। দলের সপ্তম গোলটি করেন তিনি। ৮১ মিনিটের মাথায় আবারো সুয়ারেজ জাদু। এবার নিজে গোলদাতা না হলেও নেইমারকে দিয়ে গোল করান তিনি। দলের অষ্টম গোলটি করেন ব্রাজিল অধিনায়ক।
 
ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ৮-০ গোলের বিশাল ব্যবধানে জয় নিয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে বর্তমান চ্যাম্পিয়ন বার্সা। ৩৪ রাউন্ড শেষে শীর্ষে থাকা কাতালানদের সংগ্রহ ৭৯ পয়েন্ট।
 
বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, ২১ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।