ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সঠিক পথেই জিদানের রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
সঠিক পথেই জিদানের রিয়াল ছবি: সংগৃহীত

ঢাকা: স্প্যানিশ লা লিগার চলমান আসরে জয় হাতছাড়া করেনি রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়ালের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো-করিম বেনজেমারা।

দলের হয়ে গোল করেন বেনজেমা, লুকাস ভাজকুয়েজ ও লুকা মদ্রিচ।

নিজিদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে নেমেছিল রিয়াল। এ ম্যাচে জয়ের ফলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বর স্থানটি ধরে রাখলো স্বাগতিকরা।

ক’দিন আগেই লিগের শিরোপা স্বপ্ন প্রায় উবেই গিয়েছিল রিয়ালের। ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের জাদুকরী স্পর্শে মৌসুমের শেষ কয়েকটি রাউন্ডে দুর্দান্তভাবে ফিরে এসেছে রিয়াল। তবে, সান্তিয়াগোর দলটি এজন্য ধন্যবাদ দিতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা আর নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদকে। স্প্যানিশ জায়ান্ট দল দুটি বাজে খেললে আর রিয়াল উড়তে থাকলে তিন দলই শিরোপার কাছে চলে এসেছে।

ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের প্রথম থেকেই অতিথিদের চেপে ধরে রিয়াল। দশ মিনিট পার না হতেই প্রতিপক্ষের ডি-বক্সে ভিড় জমাতে শুরু করে স্বাগতিক রিয়ালের তারকারা। মার্সেলোর দুর্দান্ত একটি শট রুখে দেন ভিয়ারিয়াল গোলরক্ষক আসেনজো।

রোনালদোর নেওয়া কোনাকুনি শটও ঝাঁপিয়ে পড়ে প্রতিহত করেন আসেনজো। ম্যাচের ৪০ মিনিট পর্যন্ত রিয়ালকে গোলবঞ্চিত রাখে ভিয়ারিয়াল। তবে, ৪১তম মিনিটে লিড নেয় লস ব্লাঙ্কোসরা। রোনালদোর নেওয়া কোনাকুনি জোরালো শট রুখে দেন অতিথি গোলরক্ষক। তবে, সেই বল চলে যায় ফাঁকায় দাঁড়ানো বেনজেমার কাছে। আর তা থেকে হেড করে ভিয়ারিয়ালের জালে বল জড়িয়ে দেন বেনজেমা।

প্রথমার্ধে ফরাসি তারকা বেনজেমার একমাত্র গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

বিরতির পর ম্যাচের ৬৯ মিনিটে দলের ব্যবধান দ্বিগুন করেন লুকাস ভাজকুয়েজ। করিম বেনজেমার বাড়ানো বলে দারুণ দক্ষতায় ভিয়ারিয়ালের ডিফেন্ডারদের কাটিয়ে জোরালো শট নেন ভাজকুয়েজ। তাতে ২-০তে এগিয়ে যায় লস ব্লাঙ্কোসরা।

খেলার ৭৬ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন লুকা মদ্রিচ। দানিলোর বাড়ানো বলে ভিয়ারিয়ালের ডি-বক্সে দ্রুতগতিতে দৌড়ে এসে শট নেন মদ্রিচ। অতিথি গোলরক্ষক আসেনজো ব্যর্থ হলে রিয়াল ৩-০ তে এগিয়ে যায়।

ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে এই স্কোরেই জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

৩৪ রাউন্ড শেষে রিয়ালের পয়েন্ট বেড়ে দাঁড়ালো ৭৮। শীর্ষে থাকা বার্সা ও দুইয়ে থাকা অ্যাতলেতিকোর থেকে এক পয়েন্ট কম নিয়ে শিরোপার দাবীদার দল দুইটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়াল। বাকি রাউন্ডের এক ম্যাচে হেরে গেলেই বিপদ বাড়বে তিনটি দলের জন্যই।

বাংলাদেশ সময়: ০৩৫৮ ঘণ্টা, ২১ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।