ঢাকা: লা লিগায় টানা তিন ম্যাচে হারের পর কী দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। উড়ন্ত জয়ের নায়ক লুইস সুয়ারেজ তো বলেই দিলেন, দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ৮-০ গোলের জয়ই প্রমাণ করে, দলগত খেলায় টিম বার্সা আগের যেকোনো সময়ের চেয়ে এখন আরো বেশি ঐক্যবদ্ধ।
দেপোর্তিভোর জালে একাই চারবার বল পাঠান সুয়ারেজ। লিওনেল মেসি, নেইমার ও ইভান রাকিটিচের গোলের নেপথ্য কারিগরও ছিলেন উরুগুইয়ান তারকা। এর মধ্য দিয়ে লা লিগার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে সাতটি গোলে অবদান রাখার নতুন কীর্তি গড়েন ২৯ বছর বয়সী এ স্ট্রাইকার।
দাপুটে জয়ের মধ্য দিয়ে বার্সার লিগ শিরোপার লক্ষ্যটাও টিকে থাকল। এবার মৌসুমের বাকি চারটি ম্যাচও যে জিততে হবে, যদি না অ্যাতলেতিকো মাদ্রিদ বা রিয়াল মাদ্রিদ কোনো ম্যাচ হেরে না যায়। ৩৪ ম্যাচ শেষে কাতালানদের সমান ৭৯ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাতলেতিকো। এক পয়েন্ট পিছিয়ে তিন নম্বরে জিনেদিন জিদানের রিয়াল।
গত কয়েক সপ্তাহে বার্সাকে কঠিন সময়ই অতিক্রম করতে হয়। তবে দেপোর্তিভোর বিপক্ষে গোল উৎসবের মধ্য দিয়ে স্বরুপে ফেরে স্প্যানিশ জায়ান্টরা। সুয়ারেজের ভাষ্য, ‘গুরুত্বপূর্ণ হচ্ছে, গোলগুলো আমাদেরকে তিন পয়েন্ট এনে দিতে সাহায্য করেছে। কঠিন সময় কাটিয়ে উঠতে আমাদের জিততেই হতো, সেভাবেই আমরা খেলেছি। এই জয়টি এমন একটা প্রদর্শন ছিল, যেখানে একটা বিষয় প্রমাণ হয়েছে, অতীতের যেকোনো সময়ের চেয়ে আমরা এখন আরো বেশি একত্রিত। ’
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
এমআরএম