ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

ফুটবল

ইংলিশ লিগে আর্সেনালের ৫০০তম জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
ইংলিশ লিগে আর্সেনালের ৫০০তম জয় ছবি: সংগৃহীত

ঢাকা: আলেক্সিস সানচেজের জোড়া গোলের সুবাদে পিমিয়ার লিগে ৫০০তম জয়ের স্বাদ পেল আর্সেনাল। রেকর্ড গড়ার ম্যাচে ওয়েস্ট ব্রমকে ২-০ ব্যবধানে হারায় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্টে ম্যানচেস্টার সিটিকে হটিয়ে লিগ টেবিলের তিনে উঠে এসেছে গানাররা।

নিজেদের সবশেষ দুই ম্যাচেই (ক্রিস্টাল প্যালেস ও ওয়েস্ট হাম) ড্রয়ের হতাশায় ডোবা আর্সেনালের সামনে ছিল ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। এমিরেটস স্টেডিয়ামে সানচেজ নৈপুণ্যে জয়ের ধারায় ফেরে ইংলিশ জায়ান্টরা।

প্রথমার্ধেই ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্সেনাল। ৬ মিনিটের মাথায় অ্যারন রামসির পাসে ওয়েস্ট ব্রমের জালে বল পাঠান চিলিয়ান ফরোয়ার্ড। ৩৮ মিনিটে নিজের জোড়া গোল আদায় করে নেন সাবেক বার্সেলোনা তারকা। দ্বিতীয়ার্ধে দু’দলের কেউই আর গোলের দেখা পাননি। নির্ধারিত সময়ে শেষে তাই সানচেজের দু’টি গোলই ম্যাচের ফলাফল নির্ধারক হয়ে থাকে।

পয়েন্ট টেবিলে শীর্ষ তিনে উঠে আসা আর্সেনালের সংগ্রহ ৩৪ ম্যাচে ৬৩। সমান ম্যাচে ৪০ পয়েন্টে পনের নম্বরে ওয়েস্ট ব্রম। ৬১ পয়েন্ট নিয়ে চারে ম্যানসিটি। দুইয়ে থাকা টটেনহামের দখলে ৬৮ পয়েন্ট। আর পাঁচ পয়েন্টের ‍লিড নিয়ে নিজের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো লিগ শিরোপার পথে ছুটছে লিচেস্টার সিটি (৭৩)।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।