ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

ইনজুরিতে অ্যাতলেতিকোর সেরা ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
ইনজুরিতে অ্যাতলেতিকোর সেরা ডিফেন্ডার ছবি: সংগৃহীত

ঢাকা: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালে উঠেছে স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেতিকো মাদ্রিদ। তবে, সেমির প্রথম লেগে দলটি পাচ্ছেনা দিয়েগো গডিনকে।

ইনজুরির কারণে ছিটকে পড়েছেন তারকা এই ডিফেন্ডার।

 

ফাইনালের টিকিট পেতে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষে সেমিতে লড়বে দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো। আগামী ২৭ এপ্রিল নিজেদের মাঠ ভিসেন্তে দেল কালদেরনে পেপ গার্দিওলার বায়ার্নকে আতিথ্য জানাবে রোজি ব্লাঙ্কসরা। ফিরতি লেগে বায়ার্নের মাঠ অ্যালিনাজ অ্যারেনায় আগামী ০৩ মে মাঠে নামবে অ্যাতলেতিকো।

 

তবে, নিজেদের মাঠেই প্রথম লেগের গুরুত্বপূর্ণ ম্যাচে থাকতে পারছেন না গডিন। উরুগুইয়ান এ তারকা গ্রেড দুই ইনজুরিতে ভুগছেন বলে জানিয়েছে অ্যাতলেতিকোর ক্লাব কর্তৃপক্ষ। ডান উরুর ইনজুরিতে পড়েছেন তিনি।

স্প্যানিশ লিগের পরের দুটি ম্যাচেও থাকতে পারছেন না অ্যাতলেতিকোর হয়ে ২৫০ ম্যাচ খেলা অভিজ্ঞ ডিফেন্ডার গডিন। তাকে ছাড়াই লিগের ম্যাচে মালাগা আর রায়ো ভায়েকানোর বিপক্ষে মাঠে নামবে সিমিওন শিষ্যরা। তবে, ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, বাভারিয়ানদের বিপক্ষে ০৩ মে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগে খেলার সম্ভাবনা রয়েছে গডিনের।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ২৩ এপ্রিল ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।