ঢাকা: ইতিহাস গড়লেন চ্যান ইউয়েন-টিং। হংকং প্রিমিয়ার লিগে প্রথম কোনো নারী কোচ হিসেবে ইস্টার্নকে (পুরুষদের দল) চ্যাম্পিয়ন শিরোপা পাইয়ে দেন তিনি।
এদিকে চ্যান দলকে শুধু ট্রফিই জেতাননি। তিনিই প্রথম নারী যিনি পেশাদার কোনো পুরুষ দলকে কোচিং করাচ্ছেন। গত ডিসেম্বরে দলটির কোচ হিসেবে নিয়োগ পান তিনি। যেখানে চ্যানের অধীনে দলটি ১৫ ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে।
এদিকে চ্যাম্পিয়ন হওয়ায় ইস্টার্নের আগামী এএফসি চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বও নিশ্চিত হলো।
ইস্টার্ন হংকংয়ের এফএ কাপেও দারুণ খেলেছে। তবে গত সপ্তাহে কোয়ার্টার ফাইনালে ইউয়েন লংয়ের বিপক্ষে ১-০ গোলে হেরে আসর থেকে বিদায় নেয় দলটি।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ২৩ এপ্রিল, ২০১৬
এমএমএস