ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

মালাগা‘র বিপক্ষে অ্যাতলেটিকোর জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
মালাগা‘র বিপক্ষে অ্যাতলেটিকোর জয় ছবি: সংগৃহীত

ঢাকা: স্প্যানিশ লা লিগায় রিয়াল বার্সেলোনার রাতে পিছিয়ে ছিলো না অ্যাতলোটিকো মাদ্রিদও। দলটির আর্জেন্টাইন স্ট্রাইকার অ্যাঞ্জেল কোরেয়া’র একমাত্র গোলে মালাগাকে ১-০ গোলে হারিয়েছে কোচ দিয়েগো সিমিওনের শিষ্যরা।


 
তবে মালাগার বিপক্ষে জয় নিয়েও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে পারেনি অ্যাতলেটিকো মাদ্রিদ। কেননা, রাতের অপর ম্যাচে স্পোর্টিং গিজনকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে টেবিলের তৃতীয়স্থান থেকে শীর্ষে উঠে গেছে মেসি নেইমারদের বার্সেলোনা।
 
৩৫ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৮২। সমান সংখ্যক ম্যাচে অ্যাতলেটিকোদের পয়েন্টও ৮২। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে বার্সেলোন। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থান থেকে টেবিলের তৃতীয়স্থানে নেমে গেছে রিয়াল মাদ্রিদ।
 
এরআগে রোববার (২৪ এপ্রিল)ভিসেন্তে ক্যালদেরনে খেলার শুরুটা ধীরগতিতে হলেও প্রথমার্ধের ১০ মিনিট অতিবাহিত হবার পরই আক্রমনের ধার বাড়ায় দু’দল। আর সেই আক্রমনের প্রতিযোগীতায় প্রথম সুযোগ পায় মালাগা।
 
১৩ মিনিটে আক্রমন ভাগের দারুণ কৌশলে অ্যাতলেটিকো সীমানায় বেশ গোছালো একটি আক্রমন রচনা করে গোলবঞ্চিত হয় মালাগা।
 
এর ৫ মিনিট পরেই কাউন্টার অ্যাটাকে গিয়ে মালাগার রক্ষণভাগ ভাঙ্গতে চেয়েছিল অ্যাতলেটিকো আক্রমন ভাগ। ফার্নান্দো তোরেসের ফ্রি কিক থেকে বল রিসিভ করে একেবারে গোলপোস্টের সামনে গিয়ে দারুণ এক জোরালো শট নিয়েছিলেন কোকে। কিন্তু মালাগা গোল রক্ষক সেখানে প্রদিরোধ গড়লে  প্রথমার্ধে এগিয়ে যাওয়া হয়নি অ্যাতলেটিকো শিবিরের।
 
তবে প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ঠিকই এগিয়ে যায় ফার্নান্দো তোরেসরা।
 
দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে ফিলিপ লুইসের এগিয়ে দেয়া বল থেকে মালাগা জালে বল জড়িয়ে দলকে ১-০ তে এগিয়ে দেন বদলি খেলোয়াড় অ্যাঞ্জেল মার্টিন কোরেয়া।
 
পিছিয়ে পড়ে খেলায় ফিরতে মরিয়া মালাগাও বেশ কয়েকটি গোছালো আক্রমন চালিয়েছে অ্যাতলেটিকো সীমানায়। কিন্তু শেষ পর্যন্ত সফল না হওয়ায় হারের যন্ত্রন‍া নিয়েই দলটিকে মাঠ ছাড়তে হয়।

বাংলাদেশ সময়: ০৩২৭ ঘণ্টা, ২৪ এপ্রিল ২০১৬
এইচএল   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।