ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

ছুটে চলেছে বায়ার্ন জয়রথ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৩ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
ছুটে চলেছে বায়ার্ন জয়রথ ছবি: সংগৃহীত

ঢাকা: বুন্দেসলিগায় ছুটে চলেছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের জয় রথ। মৌসুমের ৩১তম ম্যাচে হার্থা বিএসসি’কে ২-০ গোলে হারিয়ে টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।

দলের হয়ে গোল দুটি করেছেন চিলি’র মিডফিল্ডার আরতুরো ভিদাল ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার ডগলাস কস্তা।
 
আর এই জয়ে ৩১ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে নুয়ের, মুলাররা। সমান সংখ্যক ম্যাচে টেবিলের দ্বিতীয়স্থানধারী দল বরুশিয়া ডর্টমুন্ডের পয়েন্ট ৭৪।
 
এরআগে রোববার (২৪ এপ্রিল) বার্লিনে কিক অফের শুরু থেকেই বেশ গোছালো খেলা উপহার দেয় দু’দল। তাঁদের আক্রমনও ছিল দেখার মত। কিন্তু আক্রমন ও পাল্টা আক্রমনই যা। রক্ষণ ভাগের দক্ষতায় প্রথমার্ধের একেবারে শেষ পর্যন্ত ভাগ্য দেবী একবারও কারও দিকে মুখ তুলে তাকাননি।
 
তবে, প্রথমার্ধে না তাকালেও দ্বিতীয়ার্ধে ঠিকই ভাগ্যদেবী মুখ তুলে তাকিয়েছেন। তবে সেটা হার্থা বিএসসি’র দিকে নয়, বায়ার্নের দিকে।
 
কেননা দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে ভাগ্যদেবীর এমনই এক সুপ্রসন্ন দৃষ্টিতে মারিও গোতসের এগিয়ে দেয়া বল থেকে বল জালে জড়িয়ে প্রায় ৪৭ মিনিটের অচলাবস্থার অবসান ঘটান আরতুলো ভিদাল আর বায়ার্নকে এনে দেন ১-০’র লিড।
 
এখ‍ানেই থেমে থাকেনি জার্মান জায়ান্টরা। ভিদালের পর ৭৯ মিনিটে জ্বলে উঠেছেন কস্তা। আর তাঁর বাঁপায়ের কৌশলী প্লেসিং শটে ব্যবধান বাড়ে ২-০তে।
 
পিছিয়ে পড়ে খেলায় ফিরতে চেস্টা এতটুকুও কম করেনি প্রতিপক্ষ হার্থা। বিন্তু বায়ার্ন রক্ষণ দূর্গের সামনে তাঁদের প্রতিটি আক্রমনই মুখ থুবরে পড়ায় ম্যাচ শেষে জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।
 
বাংলাদেশ সময়: ২৩৫৮ ঘণ্টা, ২৩ এপ্রিল ২০১৬
এইচএল   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।