ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পিচিচি ট্রফির আগে লিগ শিরোপা চান সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
পিচিচি ট্রফির আগে লিগ শিরোপা চান সুয়ারেজ ছবি:সংগৃহীত

ঢাকা: চলতি মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা হয়ে ‘পিচিচি’ ট্রফি জিততে চান লুইস সুয়ারেজ। তবে নিজ দল বার্সেলোনাকে ঘরোয়া শিরোপা জেতানোর পরই এমন উৎসব করতে চান এ স্ট্রাইকার।

 

তিনদিন আগেই দেপোর্তিভো লা করুনাকে ৮-০ গোলে বিধ্বস্ত করে বার্সা। সে ম্যাচের চারটি গোলই করেন সুয়ারেজ। নিজেদের পরের ম্যাচে স্পোর্টিং গিজনের বিপক্ষে সমান একহালি গোল করেন উরুগুয়ের এই তারকা। যেখানে কাতালানরা ৬-০ ব্যবধানে জয় পায়।

২০১৫-১৬ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সুয়ারেজ এখন পর্যন্ত ৫৩টি গোল করেছেন। আর লা লিগায় তার গোল সংখ্যা ৩৪টি। এ তালিকায় রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো থেকে তিন গোলে এগিয়ে রয়েছেন লিভারপুলের সাবেক এ তারকা।

এদিকে পর পর দু’ম্যাচে বড় জয় পেলেও এবারের শিরোপা লড়াইয়ে বার্সার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অ্যাতলেটিকো মাদ্রিদ ও রিয়াল। তাই নিজ দলের শিরোপা জয়কেই বড় করে দেখছেন সুয়ারেজ।

সুয়ারেজ জানান, ‘তিন দিনের মধ্যে আটটি গোল করতে পেরে কিছুটা বিস্মিতই লাগছে। আমি গোল করে দলকে সাহায্য করতে চাই। তবে ম্যাচের প্রথমার্ধটা কঠিন ছিল। ’ প্রথমার্ধে বার্সা মাত্র ১-০ গোলে এগিয়ে ছিল।

সুয়ারেজ আরও বলেন, ‘সর্বোচ্চ গোলদাতা হওয়াটা আমার স্বপ্ন। এটা হলে দারুণ কিছু হবে। তবে আমি দলের হয়ে আগে শিরোপা জিততে চাই। ’

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ২৪ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।