ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

নেইমারকে আগলে রাখছেন এনরিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
নেইমারকে আগলে রাখছেন এনরিক ছবি: সংগৃহীত

ঢাকা: নেইমারকে ঘিরে সাম্প্রতিক সমালোচনার জবাব দিয়েছেন লুইস এনরিক। শিষ্যের পাশেই থাকছেন বার্সেলোনা কোচ।

এক কথাই বলে দিয়েছেন, নেইমার শীর্ষ লেভেলের খেলোয়াড় যে কখনোই আড়ালে থাকেনি।

চলতি মাসে লা লিগায় টানা তিন ম্যাচে হারের পর ব্যাপক সমালোচনার সম্মুখীন হন নেইমার। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে গোলহীন থাকেন ব্রাজিলিয়ান সেনসেশন। কিন্তু, মাঠের খেলাতেই সমালোচকদের পাল্টা জবাব দিলেন ২৪ বছর বয়সী এ ফরোয়ার্ড। ব্যাক টু ব্যাক লিগ ম্যাচে গোল করেন নেইমার। যার শেষটি (পেনাল্টি থেকে) আসে স্পোর্টিং গিজনকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দেওয়ার ম্যাচে।

নেইমারের পারফরম্যান্সে নিজের মুগ্ধতার কথাই জানান এনরিক, ‘তার (নেইমার) মধ্যে অনেক ব্যক্তিত্ব রয়েছে। সে একজন শীর্ষ লেভেলের খেলোয়াড় এবং নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করে। ’

বার্সা কোচ যোগ করেন,‘নেইমার কখনোই আড়ালে থাকেনি। সব সময়ই সর্বোচ্চটা উজাড় করে দেয়, প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করে। এ কারণেই নেইমার একজন টপ প্লেয়ার। সমর্থকদের ‘নেইমার’ ‘নেইমার’ আওয়াজ তোলার মনোভাবকে আমি তুলে ধরতে চাই। যখন এটা তার (নেইমার) খুব বেশি প্রয়োজন ছিল। ’

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।