ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ফুটবল

বার্নাব্যুতে সিলভাকে পাচ্ছে না ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
বার্নাব্যুতে সিলভাকে পাচ্ছে না ম্যানসিটি ছবি: সংগৃহীত

ঢাকা: ইতিহাদ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে প্রথমার্ধেই মাঠ ছাড়েন ইনজুরি আক্রান্ত ডেভিড সিলভা। এবার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নির্ধারণী ম্যাচে তো ছিটকেই গেলেন ম্যানসিটির স্প্যানিশ মিডফিল্ডার।

সান্তিয়াগো বার্নাব্যুতে আগামী ৪ মে (বুধবার) সেমিফাইনালের ফিরতি পর্বে ম্যাচে স্বাগতিক রিয়ালের মুখোমুখি হবে সিটিজেনরা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়।

প্রথম লেগের ম্যাচটিতে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে প্রথমার্ধের ৪০ মিনিটের মাখায় মাঠ ছাড়েন সিলভা। দলের অন্যতম সেরা মিডফিল্ডারের ইনজুরিতে পুরো ম্যানসিটি শিবিরেই দুশ্চিন্তার ভাঁজ পড়ে। বার্নাব্যুতে তার খেলা নিয়েই শঙ্ক জাগে। শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যিতে পরিণত হতে যাচ্ছে!

স্বয়ং কোচ ম্যানুয়েল পেলেগ্রিনিই ফাইনাল নির্ধারণী ম্যাচে সিলভার দলে থাকার সম্ভাবনা দেখছেন না। ‘বিটি স্পোর্ট’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তার (সিলভা) হ্যামস্ট্রিংয়ে সমস্যা আছে। আমার মনে হয় না সে এক সপ্তাহের মধ্যে ফিট হতে পারবে। ’

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।