ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মাত্র ৪০ শতাংশ ম্যাচে একত্রে ছিলেন ‘বিবিসি’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
মাত্র ৪০ শতাংশ ম্যাচে একত্রে ছিলেন ‘বিবিসি’ ছবি:সংগৃহীত

ঢাকা: ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে আবারো পরিপূর্ণ ‘বিবিসি’ ত্রয়ীকে (বেল-বেনজেমা-রোনালদোকে) ছাড়াই মাঠে নামে রিয়াল মাদ্রিদ। অর্থা‍ৎ, এক ম্যাচে তিনজনকে একসঙ্গে মাঠে পায়নি গ্যালাকটিকোরা।

 চলতি মৌসুমে যা নিয়মিত দৃশ্যই বটে! ম্যাচেও যে এর ব্যাপক প্রভাব পড়ে।

চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের ৪৭টি ম্যাচের মধ্যে মাত্র ১৯টিতে একত্রে খেলেছেন গ্যারেথ বেল, করিম বেনজেমা ও ক্রিস্টিয়ানো রোনালদো। এই সমস্যার মূল কারণ আর কিছু্ই নয়, ইনজুরি।

 

ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে দলের বাইরে থাকেন ইনজুরি আক্রান্ত রোনালদো। দ্বিতীয়ার্ধেই বেনজেমার বদলি খেলোয়াড় মাঠে নামেন। বেল অবশ্য পূর্ণ নব্বই মিনিট খেলেছিলেন, কিন্তু অাক্রমণভাগে সিআর সেভেনের ঘাটতি মেটাতে ব্যর্থ হন। গোলশূন্য ফলাফলই তা প্রমাণ করে!

জিনেদিন জিদানের আক্রমণ ত্রয়ীর জন্য ইনজুরি সমস্যাটা প্রকট হয়ে দাঁড়িয়েছে। গত বছরের আগস্ট থেকেই নানা রকম ইনজুরি ও ফিটনেস সমস্যায় জর্জরিত বেল-বেনজেমা। রিয়ালের ওয়েলস উইঙ্গার ইতোমধ্যেই ১৬টি ম্যাচ মিস করেছেন। অন্যদিকে, ১৫টি ম্যাচে দর্শক ভূমিকায় থাকেন ফ্রেঞ্চ স্ট্রাইকার। বেল ও বেনজেমা দু’জনের ইনজুরির সূত্রপাতটা হয় জাতীয় হয়ে ব্যস্ত সূচির কারণে।

এ সব কিছু মাথায় রাখলে, চলতি মৌসুমে লস ব্লাঙ্কসদের জার্সি গায়ে ৪০ শতাংশ ম্যাচে ‘বিবিসি’ ত্রয়ীর একসঙ্গে খেলাটা বিস্ময়ের কিছু নয়! বলা বাহুল্য, ইনজুরি সমস্যা না থাকলে জিদান নিশ্চয়ই তাদের প্রশ্নাতীতভাবেই শুরুর একাদশে রাখতেন।

তবে যে ১৯টি ম্যাচে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন তাতেই ‘বিবিসি’ ত্রয়ীর গোলস্কোরিং রেকর্ডটা সত্যিই দুর্দান্ত ও অসাধারণ। তিনজন মিলে গোল করেছেন ৫৬টি। এর মধ্যে রোনালদো একাই প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন ২৪ বার। বেল ১৭ আর ১৫বার গোল উৎসবে মাতেন বেনজেমা।

ম্যাচপ্রতি প্রায় তিন গড়ে গোলের পরিসংখ্যানেই তাদের প্রভাব ও অ্যাটাকিং পাওয়ার স্পষ্ট। তাই বলাই যায়, বেল-বেনজেমা-রোনালদো মাঠে থাকা মানেই রিয়ালের সাফল্যের পাল্লাটা আরো ভারী হওয়া!

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।