ঢাকা, সোমবার, ১২ কার্তিক ১৪৩১, ২৮ অক্টোবর ২০২৪, ২৪ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

বাফুফে নির্বাচন দেখতে ঢাকায় ফিফা প্রতিনিধি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
বাফুফে নির্বাচন দেখতে ঢাকায় ফিফা প্রতিনিধি ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশেনের নির্বাচন পর্যবেক্ষণ করতে তিনদিনের বাংলাদেশ সফরে এসেছেন ফিফা ও এএফসি প্রতিনিধি সি মুন ইয়ং।

 

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে বাংলাদেশে এসে তিনি প্রধান নির্বাচন কমিশনার মেজবাহউদ্দিনের সঙ্গে নির্বাচনের যাবতীয় বিষয়াদি নিয়ে দীর্ঘ্য বৈঠক করেন।

বৈঠকে মেজবাহউদ্দিন নির্বাচনের সার্বিক বিষয়ে তাকে অবহিত করেন।

সভাশেষে ইয়ং গণমাধ্যমকে জানান, ‘প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আমার আলোচনা হয়েছে। আলোচনায় তিনি আমার কাছে নির্বাচন নিয়ে সবকিছুই তুলে ধরেছেন। তার সঙ্গে আলোচনা করে এখনও পর্যন্ত যা বুঝেছি তাতে কোনো অসামঞ্জস্যতা পাইনি। ’

তিনি আরও যোগ করে জানান, ফিফার নির্বাচনী নিয়মানুযায়ী নির্বাচন সঠিকভাবে হচ্ছে কী না সেটা দেখাই আমার প্রধান কাজ। তবে, নির্বাচন সামনে রেখে কোনো অনিয়ম বা ভুলবোঝাবুঝি আছে কী না সেটা বলার সময় এখনই নয়। ’

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ২৮ এপ্রিল ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।