ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

বহিষ্কারে টটেনহামের আলীর মৌসুম শেষ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
বহিষ্কারে টটেনহামের আলীর মৌসুম শেষ ছবি:সংগৃহীত

ঢাকা: ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের দ্বারা ‘ভায়োলেন্ট ফর কন্ডাক্ট’ এর কারণে তিন ম্যাচ বহিষ্কার হয়েছেন টটেনহামের মিডফিল্ডার ডেলে আলী। আর এই বহিষ্কারাদেশের ফলে চলতি ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুমেই আর মাঠে নামা হচ্ছে না তরুণ এই ফুটবলারের।

গত সোমবার লিগের ম্যাচে ওয়েস্ট ব্রমের ক্লাউদিও ইয়াকোবের সঙ্গে খেলার ২৬ মিনিটে বাক-বিতান্ডা করেন আলী। যেখানে ম্যাচটি ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছিলো লিগে দ্বিতীয় অবস্থানে থাকা টটেনহাম। ফলে চলতি মৌসুমে শিরোপার দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়ে দলটি।

খেলা চলাকালীন দুই ফুটবলারের মধ্যে ধস্তা-ধস্তি রেফারির চোখ এড়িয়ে যায়। পরে অবশ্য ক্যামেরায় ধরে পড়লে ফুটবল অ্যাসোসিয়েশন ব্যাপারটি নজরে আনে।

এদিকে নিজের দোষ মেনে নিয়েছেন আলী। তবে মেনে নিলেও ইংল্যান্ড জাতীয় দলের এ তারকা তার তিন ম্যাচের নিষেধাজ্ঞা এড়াতে পারেননি। টটেনহাম নিজেদের পরের তিনটি ম্যাচে খেলবে চেলসি, সাউদাম্পটন ও নিউক্যাসেলের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, ২৯ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।