ঢাকা: মৌসুমের শেষ দিকে এসে চরম পরিক্ষাই দিতে হচ্ছে বার্সেলোনাকে। লা লিগায় বর্তমানে একটি পরাজয় বা ড্রই কাল হয়ে দাঁড়াতে পারে লুইস এনরিকের শিষ্যদের।
শনিবার (৩০ এপ্রিল) রাতে বেটিসের মাঠ স্তাদিও বেনিতো ভিয়ামারিনে অতিথি হিসেবে খেলতে যাবে বার্সা। বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় ম্যাচটি সরাসরি টিভির পর্দায় দেখা যাবে।
চলতি মৌসুমে কাতালানদের বাকি রয়েছে তিনটি ম্যাচ। আর পয়েন্ট টেবিলের পরিসংখ্যান এমন দাঁড়িয়েছে, শিরোপা ঘরে তুলতে হলে সবকটি ম্যাচই জিততে হবে মেসি-নেইমারদের।
২০১৫-১৬ মৌসুম দুর্দান্ত শুরু হলেও শেষ দিকে এসে টানা চার ম্যাচে জয় বঞ্চিত থাকে বার্সা। ফলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সঙ্গে পয়েন্ট ব্যবধান সমান করে ফেলে অ্যাতলেটিকো মাদ্রিদ। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় অবস্থানেই থেকে যায় দিয়েগো সিমিওনের শিষ্যরা। অন্যদিকে এক পয়েন্ট পিছিয়ে তিনে রয়েছে আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদ।
বর্তমানে ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। আর রাতে মুখোমুখি হতে যাওয়া বেটিস সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩ নম্বরে রয়েছে।
এদিকে এ ম্যাচের আগে বেটিসের সঙ্গে অবশ্য বার্সার পরিসংখ্যানটা ভালোই রয়েছে। দু’দলের শেষ নয় ম্যাচে অপরাজয় রয়েছে বার্সা। সেই সঙ্গে শেষ পাঁচ ম্যাচেই জয় পেয়েছে। ঘরের মাঠ ভিয়ামারিনেও শেষ চার ম্যাচের দুটিতে জয় ও দুটিতে ড্র করেছে কাতালানরা।
বার্সা নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচে ভালো অবস্থানে নেই। তিন হারের বিপরীতে জয় পেয়েছে দুটি। অন্যদিকে বেটিস দুই জয়, দুই হারের বিপরীতে ড্র করেছে একটিতে।
রাতে ভিন্ন ম্যাচে বার্সা আগেই মাঠে নামছে অ্যাতলেটিকো মাদ্রিদ। রায়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচটিতে জিতে গ্রিজম্যানদের কিছুক্ষণের জন্য হলেও সুযোগ থাকছে মেসিদের টপকে শীর্ষে পৌঁছে যাওয়ার।
বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, ৩০ এপ্রিল, ২০১৬
এমএমএস