ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

কোপার উরুগুয়ে দলে সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
কোপার উরুগুয়ে দলে সুয়ারেজ ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে কামড় কেলেঙ্কারির পর বড় কোনো টুর্নামেন্টে আবারও খেলতে নামছেন লুইস সুয়ারেজ। চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্রে আয়োজিত হচ্ছে কোপা আমেরিকার শতবর্ষ উপলক্ষে বিশেষ আসর।

আর আসরটিতে উরুগুয়ের ৩৫ সদস্যের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন সুয়ারেজ।

 

বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ইতালিয়ান ডিফেন্ডার জিওর্জিও চিয়েলিন্নিকে কামড় দেওয়ায় সকল ধরনের ফুটবল কার্যক্রম থেকে চার মাস ও জাতীয় দলে নয় ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন সুয়ারেজ। ফলে গত বছর চিলিতে অনুষ্ঠিত কোপা আমেরিকায় খেলা হয়নি তার।

 

এদিকে কোপায় সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে নিষেধাজ্ঞা কাটিয়ে ক’দিন আগে মাঠে নেমেছিলেন বার্সেলোনার এ স্ট্রাইকার। যেখানে ব্রাজিলের বিপক্ষে একটি গোলও করেছিলেন তিনি।

অস্কার তারাবেজের অধীনে উরুগুয়ে দলের ৩৫ সদস্যে অবশ্য তেমন কোনো বিস্ময় দেখা যায়নি। যেখানে অধিনায়ক দিয়েগো গডিনের সঙ্গে রয়েছেন এডিনসন কাভানি, হোসে গিমেনেজ, ম্যাক্সি পেরেইরা ও ক্রিস্টিয়ান রদ্রিগেজরা। আগামী ২০ মে ২৩ সদস্যের মূল দল ঘোষণা করা হবে।

সর্বশেষ ২০১১ সালের কোপা চ্যাম্পিয়ন উরুগুয়ে এবার গ্রুপ ‘সি’তে রয়েছে। ৫ জুন মেক্সিকোর বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে দলটি। এছাড়া ভেনেজুয়েলা ও জ্যামাইকার বিপক্ষেও লড়তে হবে দলটিকে।

উরুগুয়ের ৩৫ সদস্যের প্রাথমিক দল:
গোলরক্ষক: মার্টিন চ্যাম্পানা, গ্যাস্টন গুরুসিয়েগা, রদরিগো মুনজো, ফার্নান্দো মাসলেরা, মার্টিন সিলভা।

ডিফেন্ডার: সেবাস্টিয়ান কোটস, জর্জ ফুসিলে, হোসে গিমেনেজ, দিয়েগো গদিন, আলভারো পেরেইরা, ম্যাক্সিমিলিয়ানো পেরেইরা, গ্যাস্টন সিলভা, গুইলারমো ভারেলা, ইমিলিয়ানো ভেলাজকুয়েজ, মরিসিও ভিক্টোরিয়ানো।

মিডফিল্ডার: ম্যাথিয়াস কোরুজো, জিওর্জিয়ান ডি আরাসায়েটা, আলভারো গঞ্জালেস, দিয়েগো ল্যাক্সলাট, নিকোলাস লোদেইরো, ব্রায়ান লোজানো, ক্যামিলো মায়েদা, নাথিয়ান নানদেজ, গ্যুজম্যান পেরেইরা, গ্যাস্টন রামিরেজ, এগিদিও আরেভালো রিওস , ক্রিস্তিয়ান রদ্রিগেজ, কার্লোস সানচেজ, মাতিয়াস ভেসিনিও।

ফরোয়ার্ড: এডিনসন কাভানি, আবেল হার্নান্দেজ, দিয়েগো রোলান, মাইকেল সান্তোস (রিভার প্লেট), ক্রিস্টয়ান স্টুয়ানি, লুইস সুয়ারেজ।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ৩০ এপ্রিল, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।