ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

বাফুফের নির্বাচিত সহ-সভাপতি যারা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
বাফুফের নির্বাচিত সহ-সভাপতি যারা

ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারশনের (বাফুফে) নির্বাচনে সহ-সভাপতির ৪টি পদে নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিনের ‘সম্মিলিত পরিষদ’ প্যানেলের তিন প্রার্থী। তারা হলেন কাজী নাবিল, বাদল রায় ও মহিউদ্দিন মহি।

স্বতন্ত্র থেকে তাবিথ আউওয়াল সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

 

১৩৪ ভোটের মধ্যে সহ-সভাপতির ৪টি পদে কাজী নাবিল ৯২, বাদল রায় ৭৩, মহিউদ্দিন মহি ৭২ ও তাবিথ আউয়াল ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন।

 

এর আগে টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন সাবেক ফুটবলার কাজী মো: সালাহউদ্দিন। সম্মিলিত পরিষদ থেকে ১৩৪ ভোটের মধ্যে সালাহউদ্দিন পান ৮৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী কামরুল আশরাফ খান পোটন পান ৫০ ভোট। ১টি  ভোট বাতিল হয়।

২০১২ সালে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন সাবেক ফুটবলার কাজী মো: সালাহউদ্দিন। ২০০৮ সালে নির্বাচনেও বিজয়ী হন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ৩০ এপ্রিল ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।