ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

সদস্যপদেও বিজয়ী সালাহউদ্দিনের প্যানেল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, মে ১, ২০১৬
সদস্যপদেও বিজয়ী সালাহউদ্দিনের প্যানেল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সভাপতি ও সহ-সভাপতির পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্যপদেও জয়ী হয়েছে কাজী সালাহউদ্দিন নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ প্যানেল।   সদস্যপদের ১৫টি আসনের জন্য লড়াই করেছেন ৩২ জন প্রার্থী।


 
মোট ১৫ জন জয়ী সদস্যের মধ্যে বাঁচাও ফুটবলের মাত্র ২ জন (বিজন বড়ুয়া ও শেখ মো: আসলাম), একজন স্বতন্ত্র (ইকবাল হোসেন) থেকে আর বাদ বাকি ১২ জনই সম্মিলিত পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন।
 
শনিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করা হয়।
 
সম্মিলিত পরিষদ থেকে নির্বাচিত সদস্যরা হলেন শওকত আলী খান জাহাঙ্গীর (১১৪ ভোট), আমিরুল ইসলাম বাবু (১০৫ ভোট), হারুনুর রশীদ (৯৪ ভোট), ইলিয়াস হোসেন (৮৫ ভোট), সত্যজিত দাস রুপু (৮৫ ভোট), ফজলুর রহমান বাবুল (৮৩ ভোট), আরিফ হোসেন (৮২ ভোট), অমিত খান শুভ্র (৮১ ভোট), জাকির হোসেন চৌধুরী (৭৮ ভোট), মাহিউদ্দিন আহমেদ সেলিম (৭৮ ভোট), আব্দুর রহীম (৭০ ভোট) ও মাহফুজা আক্তার কিরণ (৬৮ ভোট)।
 
বাঁচাও ফুটবল থেকে যারা নির্বাচিত; বিজন বড়ুয়া (৮৪ ভোট) ও শেখ মো: আসলাম (৬৮ ভোট)।
 
আর স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন বিজয়ী হয়েছেন ৮৪ ভোট পেয়ে।
 
বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, ০১ মে ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।