ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

গ্রিজম্যান বাঁচিয়ে রাখলো শিরোপা স্বপ্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, মে ১, ২০১৬
গ্রিজম্যান বাঁচিয়ে রাখলো শিরোপা স্বপ্ন ছবি: সংগ্রহীত

ঢাকা: পা হড়কালেই শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়বে এমন জটিল সমীকরণ নিয়ে নিজেদের মাঠে রায়ো ভালকানোকে আতিথ্য দেয় অ্যাতলেতিকো মাদ্রিদ। স্বাগতিক অ্যাতলেতিকো শিরোপা লড়াইয়ে টিকে থাকতে ১-০ গোলের জয় পেয়েছে।

 

 
ভিসেন্তে দেল কালদেরনে অনুষ্ঠিত এই ম্যাচে অ্যান্তোনিও গ্রিজম্যানের একমাত্র গোলে জয় পায় অ্যাতলেতিকো।
 
চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালিস্ট অ্যাতলেতিকোর হয়ে এ ম্যাচে ছিলেন না দলের সেরা বেশ কিছু সেরা তারকা। নিষেধাজ্ঞা থাকায় ডাগআউটে ছিলেন না দলের কোচ দিয়েগো সিমিওন। তবে, তাতে খেই হারিয়ে ফেলেনি অ্যাতলেতিকো।
 
ম্যাচের প্রথমার্ধে কোনো গোল না পেলেও দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটের মাথায় গোলটি করেন ফরাসি তারকা গ্রিজম্যান। অলিভার তোরেসের বদলি হিসেবে মাঠে নামার ৩৪ সেকেন্ডের মধ্যেই গোলটি করেন তিনি। আর তার একমাত্র গোলেই জয় নিয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করে অ্যাতলেতিকো।
 
এ ম্যাচে জয়ের ফলে ৩৬ রাউন্ড শেষে দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকোর সংগ্রহ বেড়ে দাঁড়ায় ৮৫ পয়েন্ট।
 
বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, ০১ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।