ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

কোপার আসরে শক্তিশালী মেসির দল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, মে ১, ২০১৬
কোপার আসরে শক্তিশালী মেসির দল

ঢাকা: কোপা আমেরিকার শতবর্ষ উপলক্ষে বিশেষ আসরে ব্রাজিল, উরুগুয়ের পর প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। জাতীয় দলের কোচ জেরার্ড টাটা মার্টিনো ৩৫ সদেস্যের দল ঘোষণা করেছেন।

যেখানে রয়েছেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী লিওনেল মেসি।

 

ব্রাজিলের ঘোষিত দলে কোচ কার্লোস দুঙ্গা নেইমারকে রাখতে না পারলেও উরুগুয়ের কোচ তারাবেজ দলে রেখেছেন মেসি-নেইমারের ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজকে। আর্জেন্টাইন কোচ মার্টিনো মেসিকে খেলানোর সুযোগ হাতছাড়া করেননি।

আর্জেন্টিনার উঠতি তারকা পাওলো দিবালাকেও দলে রেখেছেন মার্টিনো। এবার হয়তো স্বপ্ন পূরণ হতে যাচ্ছে মেসির উত্তরসূরি ভাবা দিবালার। কারণ, আর্জেন্টাইন এই নতুন সেনসেশন আগেই জানিয়ে দিয়েছেন মেসির পাশে খেলা তার স্বপ্ন পূরণের মধ্যে অন্যতম। তবে, জুভেন্টাসের এই তারকাকে পরীক্ষা দিতে হবে স্কোয়াডে থাকা অ্যাঞ্জেল ডি মারিয়া, সার্জিও আগুয়েরো, কার্লোস তেভেজ আর গঞ্জালো হিগুয়েনদের সাথে।

আর্জেন্টিনার ঘোষিত দল গোলরক্ষক হিসেবে আছেন সার্জিও রোমেরো। তারকাদের মধ্যে আরও রয়েছেন পাবলো জাবালেতা, রোনকাগলিয়া, নিকোলাস অতামেন্ডি, এজেকুয়েল গ্যারে, মার্কোস রোহো, মার্টিন দেমিসিলিচ, হাভিয়ের মাশচেরানো, এনজো পেরেজ, লুকাস বিগলিয়া, হাভিয়ের পাস্তোরে, এভার বেনেগা, এরিক লামেলা, এজেকুয়েল লাভেজ্জি, অ্যাঞ্জেলো কোরেয়ার মতো বিশ্বসেরা তারকারা।

টুর্নামেন্ট শুরুর আগে ৩৫ জনের দল থেকে বাদ পড়বেন দশজন।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ০১ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।