ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

ফাইনালে অ্যাতলেটিকো না বায়ার্ন?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, মে ৩, ২০১৬
ফাইনালে অ্যাতলেটিকো না বায়ার্ন? ছবি:সংগৃহীত

ঢাকা: স্বপ্নের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উঠতে শেষ চারের দ্বিতীয় লেগে মুখোমুখি হতে যাচ্ছে বায়ার্ন মিউনিখ ও অ্যাতলেটিকো মাদ্রিদ। দ্বিতীয় লেগে নামার আগে অবশ্য এগিয়ে থাকবে অ্যাতলেটিকো।

কারণ প্রথম লেগে ১-০ গোলে এগিয়ে রয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

মঙ্গলবার (০৪ মে) রাতে ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারিনায় অ্যাতলেটিকোকে আতিথিয়েতা জানাবে বায়ার্না। বাংলাদেশ সময় রাত পৌনে একটায় ম্যাচটি শুরু হবে।

প্রথম লেগে সাউলের একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দিয়েগো সিমিওনের শিষ্যরা। তাই সেমিফাইনালের দ্বিতীয় লেগে গোলশূন্য অথবা ১-১ গোলে ড্র করলেই ফাইনাল নিশ্চিত করবে দলটি। তবে বায়ার্ন যদি ১-০ গোলে জেতে তবে ম্যাচটি গড়াবে টাইব্রেকারে।

বায়ার্নের অবশ্য পিছিয়ে থেকে ফিরে আসার গল্পটা দারুণ। এবারের আগে ১৯৭৪ সালে ইউরোপিয়ান কাপে শেষবার অ্যাতলেটিকোর মুখোমুখি হয়েছিলো জার্মান সেরা দলটি। সেবার প্রথম লেগে ১-১ গোলে ড্র করলেও ঘরের মাঠে ফিরতি লেগে ৪-০ ব্যবধানে জয় পায়।

এদিকে অ্যাতলেটিকো এবার ফাইনালে উঠলে তা হবে শেষ তিন মৌসুমের মধ্যে দুইবার ফাইনাল। ২০১৩-১৪ মৌসুমে ফাইনালে উঠেও প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতা হয়নি। সেবার নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হেরে ট্রফির স্বাদ নিতে পারেনি দলটি।

অ্যাতলেটিকো নিজেদের শেষ পাঁচ ম্যাচের সবকটিতে জিতে ফুরফুরে মেজাজে রয়েছে। তবে বাভারিয়ানরা নিজেদের শেষ পাঁচ ম্যাচের তিনটিতে জয় পেলেও একটি ম্যাচে হার ও বাকিটিতে ড্র দেখেছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ০৩ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।