ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

ম্যানইউ’র বর্ষসেরা ডি গিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, মে ৩, ২০১৬
ম্যানইউ’র বর্ষসেরা ডি গিয়া ডেভিড ডি গিয়া-ছবি:সংগৃহীত

ঢাকা: চলতি মৌসুমে এখনও লিগ টেবিলে শেষ চারের আশা টিকে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। দলটির বাকি রয়েছে তিনটি ম্যাচ।

এরই মাঝে হয়ে গেল ঐতিহ্যবাহী এই ক্লাবটির মৌসুমের পুরস্কার বিতরণি অনুষ্ঠান।

২০১৫-১৬ মৌসুমে দুর্দান্ত পারফর্ম করেছেন ম্যানইউ’র গোলরক্ষক ডেভিড ডি গিয়া। দারুণ কিছু সেভ করে হয়েছে রেড ডেভিলসদের বর্ষ সেরা ফুটবলার। স্প্যানিশ এ তারকা না থাকলে হয়তো আরও বাজে সময় কাটতো দলটির।

লুইস ফন গালের ডিফেন্ডার ক্রিস স্মলিং হয়েছেন, প্লেয়ার্স প্লেয়ার অব দ্যা ইয়ার। আর মার্কাস রাশফোর্ড হয়েছে ক্লাবটির অনূর্ধ্ব-১৮ দলের সেরা ফুটবলার।

বর্তমানে ৩৫ ম্যাচ খেলা ম্যানইউ’র পয়েন্ট ৬০। আর দলটির অবস্থান পাঁচে। শেষ ম্যাচে ওয়েন রুনিরা সদ্য ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হওয়া লিচেস্টার সিটির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিলো।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ০৩ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।