ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

রোবটও ঠেকাতে পারেনি মেসিকে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৯ ঘণ্টা, মে ৪, ২০১৬
রোবটও ঠেকাতে পারেনি মেসিকে



 

ঢাকা: আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি প্রতিপক্ষের জন্য কতটা ভয়ঙ্কর তা বেশ ভালভাবেই টের পান গোলপোস্টের নিচে দায়িত্ব পাওয়া গোলরক্ষকরা। বার্সেলোনার এই গোলমেশিন বহুবার গোলরক্ষককে বোকা বানিয়েছেন।

অন্য গ্রহের ফুটবলার খ্যাত মেসি এবার বোকা বানালেন বিশালাকৃতির গোলরক্ষককে। প্রতিপক্ষের কোনো গোলরক্ষককে নয়, বোকা বানিয়েছেন বিশালাকৃতির একটি রোবট গোলরক্ষককে।

জাপানের এশিয়ান টেলিভিশন ভিন্নধর্মী এক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল মেসিকে। বিশালাকৃতির একটি যান্ত্রিক রোবটকে বসিয়েছিল গোলপোস্টের নিচে। বার্সার তারকাকে বলা হয়, রোবটকে ফাঁকি দিয়ে ফ্রি-কিক থেকে গোল করতে!

মেসি উতরে গেছেন সেই চ্যালেঞ্জও।

যান্ত্রিক রোবট গোলরক্ষকের আকার এতটাই বিশাল ছিল যে, গোল করার জন্য খুব সামান্যই ফাঁক রাখা হয়েছিল। আর রোবটটিও হাত নেড়ে মেসির নেওয়া শট রুখে দেওয়ার জন্য প্রস্তুত ছিল।

তাতে কোনো কাজ হয়নি। মেসি ঠিকই একাধিকবার রোবটটিকে ফাঁকি দিয়ে জালে বল জড়িয়েছেন।

মেসির সেই ভিডিও:

বাংলাদেশ সময়: ০৬১৯ ঘণ্টা, ০৪ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।