ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

ক্লাবের প্রতিনিধিকে চড় দিয়ে বিতর্কিত সিমিওন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, মে ৪, ২০১৬
ক্লাবের প্রতিনিধিকে চড় দিয়ে বিতর্কিত সিমিওন ছবি: সংগৃহীত

ঢাকা: লা লিগার ম্যাচ চলাকালীন প্রতিপক্ষের এক ফুটবলারের আক্রমণ ঠেকাতে ডাগআউট থেকে বল ছুঁড়ে ক’দিন আগেই নিষেধাজ্ঞার আওতায় পড়েছিলেন অ্যাতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন কোচ দিয়েগো সিমিওন। একের পর এক বিতর্কের জন্ম দেওয়া এই কোচ আবারো মেজাজ হারিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন।

 

চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ অ্যালিনাজ অ্যারেনায় খেলতে নেমেছিল সিমিওনের শিষ্যরা। ম্যাচের একেবারে শেষ পর্যায়ে তিনি মেজাজ হারিয়ে চড় কষিয়েছেন ক্লাবের প্রতিনিধি পেদ্রো পাবলো মাতেসাঞ্জকে।

খেলার নির্ধারিত ৯০ মিনিট শেষ হয়ে গেলে ম্যাচের দায়িত্বে থাকা রেফারি আরও ৫ মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ করেন। ৯১তম মিনিটের মাথায় এমন ঘটনা ঘটান সিমিওন।

সেমির প্রথম লেগে হোম ম্যাচে ১-০ অ্যাগ্রিগেটে এগিয়ে ছিল অ্যাতলেতিকো। ফলে, ফিরতি লেগে (অ্যাওয়ে ম্যাচে) গোলের সুবাদে ফাইনালের টিকিট কাটে সিমিওন শিষ্যরা। ম্যাচটি শেষ হয় ২-১ গোলে। তাতে বায়ার্ন জিতলেও ফাইনালের মঞ্চে ওঠা হয়নি পেপ গার্দিওলার শিষ্যদের।

ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে (৯৩ মিনিট) কোকের বদলি হিসেবে সিমিওন মাঠে নামান স্টেফান স্যাভিককে। তবে, অ্যাতলেতিকোর কোচ চেয়েছিলেন স্যাভিককে আরও এক মিনিট আগেই নামাতে। সে সময় অ্যাতলেতিকো ২-১ গোলে পিছিয়ে থাকলেও অ্যাওয়ে গোলের সুবাদে ফাইনালে তারাই উঠবে এমন সমীকরণে ম্যাচটি ঝুলছিল।

চরম উত্তেজনা ছড়ানো ম্যাচের সে মুহূর্তে সিমিওন স্যাভিককে মাঠে পাঠানোর নির্দেশ দিলে তাতে কিছুটা সময়ক্ষেপন করেন ক্লাবের প্রতিনিধি পেদ্রো পাবলো মাতেসাঞ্জ। তিনি সিমিওনকে কিছু একটা বলতে গেলে ক্ষেপে গিয়ে মাতেসাঞ্জের কাঁধে চড় কষান সিমিওন। ঘটনায় আকস্মিকতায় হতবাক হয়ে পড়েন ক্লাবের সেই প্রতিনিধি।

বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, ০৪ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।