ঢাকা, শনিবার, ১০ কার্তিক ১৪৩১, ২৬ অক্টোবর ২০২৪, ২২ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

বিদায় নিয়েও বায়ার্নের রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, মে ৪, ২০১৬
বিদায় নিয়েও বায়ার্নের রেকর্ড ছবি:সংগৃহীত

ঢাকা: ফাইনালে উঠতে ব্যর্থ হলো বায়ার্ন মিউনিখ। ক্লাবটির ইতিহাসে চ্যাম্পিয়নস লিগে ষষ্ঠবার শিরোপার জয়ের হাতছানি থাকলেও সেমিফাইনালেই কাঁটা পড়ে সেই স্বপ্ন।

তবে দ্বিতীয় লেগে ঘরের মাঠে জিতে নতুন একটি রেকর্ড গড়লো বাভারিয়ানরা।

মঙ্গলবার রাতে ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারিনায় দ্বিতীয় লেগে ২-১ গোলে জয় পায় বায়ার্না। তবে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ২-২ গোলে ড্র করলেও অ্যাওয়ে গোলের সুবিধে কাজে লাগিয়ে ফাইনাল নিশ্চিত করে দিয়েগো সিমিওনের শিষ্যরা।

ফাইনালে উঠতে ব্যর্থ হলেও চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে টানা ১২ ম্যাচে জয় পায় পেপ গার্দিওলার শিষ্যরা। ফলে ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের গড়া রেকর্ডে ভাগ বসায় বায়ার্ন।

এদিকে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সব সময়ই শক্তিশালী দল গড়া বায়ার্ন এবারও শেষ চারে এসে থেমে গেছে। এ নিয়ে টানা তিন মৌসুমে দলটি সেমিফাইনাল থেকে বাদ পড়লো।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, ০৪ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।