ঢাকা: চ্যাম্পিয়নস লিগে এক মৌসুমে ১০টি ক্লিন শিট (ম্যাচে গোল হজম না করা) করে আর্সেনালের রেকর্ডে ভাগ বসিয়েছে রিয়াল মাদ্রিদ। ফাইনাল নিশ্চিতে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারানোর রাতে এমন কীর্তি গড়ে স্প্যানিশ জায়ান্টরা।
রিয়ালের সামনে এবার গানারদের ছাড়িয়ে যাওয়ার হাতছানি! ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে নিজেদের গোলবার সুরক্ষিত রাখতে পারলেই এক মৌসুমে ১১টি ক্লিন শিটের নতুন রেকর্ড গড়বে গ্যালাকটিকোরা।
শিরোপা লড়াইয়ে আগামী ২৮ মে (শনিবার) নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে জিনেদিন জিদানের রিয়াল। মিলানের সান সিরোতে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে।
গ্রুপ পর্বের ছয় ম্যাচের মধ্যে পাঁচটিতেই প্রতিপক্ষকে গোলবঞ্চিত রাখে রিয়াল। রোমার বিপক্ষে নকআউট পর্বের দুই লেগেও লস ব্লাঙ্কসদের গোল হজম করতে হয়নি। কোয়ার্টার ফাইনালে উলফসবার্গের কাছে ২-০ ব্যবধানে হেরে ফিরতি পর্বের ম্যাচে ৩-০ গোলের দাপুটে জয়ে সেমি নিশ্চিত করেন বেল-বেনজেমা-রোনালদোরা। আর সিটিজেনদের মাঠে গোলশূন্য ড্রয়ের সান্তিয়াগো বার্নাব্যুতে ন্যূনতম ব্যবধানের (১-০) জয়ে স্বপ্নের ফাইনালে পা রাখে রেকর্ড দশবারের চ্যাম্পিয়নরা।
২০০৫-০৬ মৌসুমে প্রথম ক্লাব হিসেবে আর্সেনালকে ১০টি ক্লিন শিটের অনন্য অর্জন এনে দেন জার্মান গোলরক্ষক জেন্স লেহম্যান। সেবার ফাইনালে বার্সেলোনার কাছে ২-১ গোলে হেরে গানারদের স্বপ্নভঙ্গ হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, মে ৫, ২০১৬
এমআরএম