ঢাকা: এ মৌসুম শেষে পিএসজির সঙ্গে জ্লাতান ইব্রাহিমোভিচের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। সুইডিশ তারকাকে দলে ভেড়াতে ইতোমধ্যেই আগ্রহ দেখিয়েছে ইউরোপের বেশ কয়েকটি শীর্ষ ক্লাব।
ইংলিশ দৈনিক ‘দ্য ডেইলি মিরর’ এমন খবরই প্রকাশ করেছে। সূত্রমতে, ইতালিয়ান জিকিউ ম্যাগজিনকে দেওয়া সাক্ষাৎকারে ইব্রার সিরি আ’তে ফেরার আগ্রহের বিষয়টি নিশ্চিত করেন রাইওলা, ‘ইতালির এসি মিলানে ফিরতে পারেন ইব্রাহিমোভিচ। ’
বার্সেলোনায় (২০০৯-১০) থাকা অবস্থায় এক মৌসুমের (২০১০-১১) ধারের চুক্তিতে এসি মিলানে পাড়ি জমান ইব্রাহিমোভিচ। পরের মৌসুমে স্থায়ী চুক্তিতে ইতালিয়ান জায়ান্টদের হয়ে খেলে পিএসজিতে যোগ দেন ৩৪ বছর বয়সী এ ফরোয়ার্ড।
চলতি মৌসুম শেষে হোসে মরিনহোর ম্যানইউর কোচ হওয়ার জোরালো গুঞ্জন চলছে। গুজব রটে, সাবেক শিষ্য ইব্রাহিমোভিচকেও ওল্ড ট্রাফোর্ডে দেখতে চান স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’ মরিনহো। ইংলিশ লিগ ছাড়াও কাতার ও যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ৩৪ বছর বয়সী ইব্রার সম্ভাব্য গন্তব্য হিসেবে দেখা হচ্ছে।
এবার যোগ হলো সিরি আ। ইতালিয়ান লিগে ইব্রাহিমোভিচের খেলার অভিজ্ঞতা বেশ উজ্জ্বল। এসি মিলান ছাড়াও তিনি জুভেন্টাস (২০০৪-০৬) ও ইন্টার মিলানের (২০০৬-০৯) মতো জায়ান্ট ক্লাবের হয়ে খেলেছিলেন।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, মে ৫, ২০১৬
এমআরএম