ঢাকা, সোমবার, ১২ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ফুটবল

রূপকথাকে হার মানিয়ে পাচ্ছেন মার্সিডিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, মে ৬, ২০১৬
রূপকথাকে হার মানিয়ে পাচ্ছেন মার্সিডিস

ঢাকা: ১৩২ বছর আগে প্রতিষ্ঠিত হওয়া লিচেস্টার সিটি রূপকথাকে হার মানিয়ে জিতে নিয়েছে এবারের ইংলিশ প্রিমিয়ারের শিরোপা। গতবারের চ্যাম্পিয়ন চেলসি, ম্যানইউ, ম্যানসিটি, লিভারপুল, আর্সেনালের মতো দলগুলোকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শীর্ষ লিগের শিরোপা নিজেদের করে নিয়েছে ‘কিং পাওয়ার’ খ্যাত দলটি।

 

৩৮ বছর পর ইংলিশ লিগে নতুন কোনো দল চ্যাম্পিয়ন হয়েছে। ১৯৭৮ সালে নটিংহাম ফরেস্টের পর লিচেস্টার এই রূপকথার জন্ম দিয়েছে। আর এমন দুর্দান্ত সাফল্যের পর দলের ফুটবলারদের পুরস্কৃত করতে যাচ্ছেন ক্লাব মালিক থাইল্যান্ডের ব্যবসায়ী ভিচাই শ্রীভাদ্দানাপ্রবহা।

রূপকথার জন্ম দেওয়া ফুটবলারদের তিনি একটি করে মার্সিডিস বি-ক্লাস ইলেকট্রিক কার দেওয়ার ঘোষণা দিয়েছেন।

বর্তমানে প্রতিটি মার্সিডিসের বাজার মূল্য প্রায় সাড়ে ৩২ হাজার পাউন্ডেরও বেশি। প্রায় ১ মিলিয়ন পাউন্ড খরচ করতে যাচ্ছেন থাই এই ব্যবসায়ী।

শুধু মার্সিডিস দিয়েই পুরো ক্লাবকে খুশি করবেন না শ্রীভাদ্দানাপ্রবহা। ইতোমধ্যেই তিনি জানিয়েছেন, পুরো ক্লাবকে লাস ভেগাস ঘুরিয়ে দেখানো হবে। আর তাতে যা ব্যয় হবে তার সবই তিনি বহন করবেন।

চলতি মৌসুমে ইংলিশ লিগে ক্লাওদিও রানিয়েরির শিষ্যরা এখন পর্যন্ত ৩৬ রাউন্ড খেলে সর্বোচ্চ ৭৭ পয়েন্ট অর্জন করেছে। দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে ‘কিং পাওয়ার’রা।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ০৬ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।