ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

ফুটবল

২০২৮ পর্যন্ত জার্মানির কোচ থাকছেন নাগেলসমান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
২০২৮ পর্যন্ত জার্মানির কোচ থাকছেন নাগেলসমান ছবি: সংগৃহীত

চুক্তির মেয়াদ বাড়ালেন জুলিয়ান নাগেলসমান। জার্মানি জাতীয় দলের হয়ে ২০২৮ সাল পর্যন্ত ডাগআউটে দেখা যাবে এই কোচকে।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত দলটির দায়িত্বে থাকবেন তিনি।  

এক বিবৃতিতে আজ চুক্তির মেয়াদ বাড়ানোর কথা জানায় জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)। নাগেলসমান জানান শিরোপা জয়ের প্রত্যয়। তিনি বলেন, ‘২০২৩ সালের সেপ্টেম্বরে যখন ডিএফবিতে আসি, তখন কল্পনাও করতে পারিনি যে, ঘরের মাঠে ইউরোর পর আমি জাতীয় দলের কোচ থাকব। প্রতিদিন যে প্রতিক্রিয়া আমরা পাই, সেটাই প্রমাণ করে যে, একসঙ্গে আমাদের যাত্রা সঠিক পথে আছে। আমরা একসঙ্গে শিরোপা জিততে চাই। ’

নাগেলসমান কোচ হয়ে জার্মানিকে খেলান ২০২৪ সালের ইউরোর কোয়ার্টার ফাইনালে। এখন পর্যন্ত তার অধীনে ১৯ ম্যাচ খেলে ১১টিতে জিতেছে জার্মানি। রয়েছে ৫ ড্র ও ৩ হার।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।