ঢাকা, সোমবার, ১২ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ফুটবল

ইউরো থেকে ছিটকে গেলেন ইতালির ভেরাত্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৫ ঘণ্টা, মে ৭, ২০১৬
ইউরো থেকে ছিটকে গেলেন ইতালির ভেরাত্তি ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরো মিশনে নামার আগেই দুঃসংবাদ শুনতে হলো ইতালিকে। ইনজুরির কারণে ফ্রান্সে অনুষ্ঠেয় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (১০ জুন শুরু) থেকে ছিটকে গেছেন মার্কো ভেরাত্তি।

চলতি মাসের শেষদিকে তার সার্জারি করানোর কথা রয়েছে। এক বিবৃবিতে বিষয়টি নিশ্চিত করেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। যদিও ইতালির ফুটবল ফেডারেশন বা কোচ অ্যান্তোনিও কন্তে এখনো অফিসিয়ালি কিছু জানাননি।

ভেরাত্তির অনুপস্থিতিটা ইতালির জন্য একটা বড় ধাক্কাই বয়ে আনবে। গত ২৪ এপ্রিল লিলের বিপক্ষে ফ্রেঞ্চ লিগ কাপের ফাইনাল ম্যাচ দিয়ে দু’মাসের ইনজুরি কাটিয়ে মাঠে ফেরেন ভেরাত্তি। কিন্তু ফিটনেস সমস্যাটা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি ২৩ বছর বয়সী এ মিডফিল্ডার।

গ্রোইন (কুঁচকি) ইনজুরি থেকে সম্পূর্ণ সেরে উঠতে ভেরাত্তিকে এবার শল্যবিদের চুরির নিচে যেতে হচ্ছে। বিবৃতিতে সেরকম আভাসই দিয়েছে পিএসজি, ‘ক্লাবের সঙ্গে চুক্তি অনুযায়ী, গ্রোইন ইনজুরি থেকে পরিপূর্ণ সুস্থ হতে সার্জারি করাতে রাজি হয়েছেন ভেরাত্তি। কয়েক সপ্তাহ ধরেই তিনি এ সমস্যায় ভুগছেন। ’

আগামী ১৬ মে কাতারের দোহায় আস্পিতার সেন্টারে ভেরাত্তির অস্ত্রোপচার করা হবে বিবৃবিতে জানায় ক্লাবের অফিসিয়াল মেডিকেল পার্টনার। সম্প্রতি ২০২০ পর্যন্ত চুক্তি নবায়ন করা এ মিডফিল্ডারকে অন্তত আট সপ্তাহ খেলার বাইরে থাকতে হবে।

তাই পিএসজির হয়ে মৌসুমের বাকি ম্যাচগুলোর পাশাপাশি ইউরোতেও তার খেলা হচ্ছে না। তবে দ্রুত ইনজুরি সেরে ওঠে পূর্ণ ফিটনেস নিয়ে ক্লাব ও জাতীয় দলের হয়ে ভেরাত্তির সেরাটা দেওয়ার ব্যাপারে আশাবাদী পিএসজি।

আগামী ১৩ জুন বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো মিশনে নামবে ‘ভেরাত্তিবিহীন’ ইতালি। গ্রুপ ‘ই’ তে তাদের অপর দুই প্রতিপক্ষ রিপাবলিক অব আয়ারল্যান্ড ও জ্লাতান ইব্রাহিমোভিচের সুইডেন।

বাংলাদেশ সময়: ০৪০৯ ঘণ্টা, মে ৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।