ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রিয়ালের শিরোপা মিশনে ‘জোড়া আঘাত’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৯ ঘণ্টা, মে ৭, ২০১৬
রিয়ালের শিরোপা মিশনে ‘জোড়া আঘাত’ কেইলর নাভাস ও গ্যারেথ বেল/ছবি: সংগৃহীত

ঢাকা: মৌসুমের শেষদিকে এসে ‘ডাবল’ জয়ের স্বপ্ন দেখছে রিয়াল মাদ্রিদ। কিন্তু লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার মিশনে এই খবরটা নিশ্চিতভাবেই জিনেদিন জিদানের কপালে ভাঁজ ফেলবে! দলের অন্যতম দুই সেরা পারফরমার গ্যারেথ বেল ও কেইলর নাভাস যে ইনজুরিতে ভুগছেন।

ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিতের ম্যাচেই (৫ মে) নাকি ইনজুরি আক্রান্ত হন দু’জন। বেল হাঁটুর সমস্যায় ও গোলরক্ষক নাভাস অ্যাঙ্কেল (পায়ের গোড়ালি) ইনজুরিতে ভুগছেন। যদিও সিটিজেনদের বিপক্ষে দু’জনই পূর্ণ নব্বই মিনিট মাঠে ছিলেন।

বেল ও নাভাস ঠিক কতদিনের জন্য মাঠের বাইরে থাকতে পারেন বা তাদের ইনজুরি নিয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি রিয়াল। হয়তো পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার ফলাফলের দিকেই দৃষ্টি রাখছেন জিদান।

সম্প্রতি রিয়াল সোসিয়েদাদ (১-০) ও রায়ো ভায়োকানোর (৩-২) বিপক্ষে ম্যাচ জেতানো গোল করেন বেল। সবশেষ ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরে গ্যালকটিকোদের ফাইনালে নিয়ে যাওয়ার নেপথ্য নায়কও ছিলেন ওয়েলস উইঙ্গার। আত্মঘাতী গোলের সুবাদে জিতলেও বেলের ক্রস থেকেই তো ফার্নান্দোর পা ছুঁয়ে বল জালে জড়ায়।

অন্যদিকে, এ মৌসুমে রিয়ালের অন্যতম সেরা পারফরমার নাভাস। গোলবারের নিচে লস ব্লাঙ্কসদের আস্থার প্রতীক কোস্টারিকান গোলরক্ষক এখন পর্যন্ত ৪৩ ম্যাচে ২১টি ক্লিন শিট (ম্যাচে প্রতিপক্ষকে গোলবঞ্চিত রাখা) করেছেন।

লা লিগায় মৌসুমের শেষ দুই ম্যাচে ভ্যালেন্সিয়া (৮ মে) ও দেপোর্তিভো লা করুনার (১৫ মে) মুখোমুখি হবে রিয়াল। দু’টি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। পয়েন্ট টেবিলে ৩৬ ম্যাচ শেষে বার্সেলোনা ও অ্যাতলেতিকো মাদ্রিদের চেয়ে এক পয়েন্টে পিছিয়ে থেকে শিরোপা লড়াই চালিয়ে যাচ্ছে গ্যালাকটিকোরা। তিন দলের পয়েন্ট যথাক্রমে ৮৫, ৮৫, ৮৪।

রিয়ালের প্রধান লক্ষ্যটা এখন ইউরোপ শ্রেষ্ঠত্বের ফাইনাল ঘিরে। তিন মৌসুমের মধ্যে দ্বিতীয়তম ও ১১ বারের মতো চ্যাম্পিয়নস লিগ জিততে মরিয়া জিদানের শিষ্যরা। যেখানে ২০১৩-১৪ মৌসুমের পর আবারো নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদ চ্যালেঞ্জের সামনে জিদানের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ০৫০৮ ঘণ্টা, মে ৭, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।