ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

টানা চতুর্থবার চ্যাম্পিয়ন বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, মে ৮, ২০১৬
টানা চতুর্থবার চ্যাম্পিয়ন বায়ার্ন

ঢাকা: বরুশিয়া ডর্টমুন্ডকে একটা ধন্যবাদ দিতেই পারেন বায়ার্ন মিউনিখের কোচ পেপ গার্দিওলা। বুন্দেসলিগায় প্রতিদ্বন্দ্বী বরুশিয়া হেরে যাওয়ায় অন্যদিকে এফসি ইনগোলস্টাটের বিপক্ষে জয় পাওয়ায় এক ম্যাচ হাতে রেখেই টানা চতুর্থবার শিরোপা জিতেছে বায়ার্ন।


 
চ্যাম্পিয়ন্স লিগের আসরে সেমি-ফাইনালে স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খেলে আসর থেকে ছিটকে পড়া পেপ গার্দিওলার শিষ্যরা বুন্দেসলিগার আসরে মাঠে নামে। ইনগোলস্টাটের ঘরের মাঠে ২-১ গোলে জিতে টানা চতুর্থবার শিরোপা নিজেদের করে রাখে বায়ার্ন।
 
বায়ার্নের হয়ে দুটি গোলই করেন পোল্যান্ডের গোলমেশিন বরার্ট লেভানোডফস্কি। ম্যাচের ১৫ মিনিটের মাথায় প্রথম গোল করার পর ম্যাচের ৩২তম মিনিটে অপর গোলটি করেন এই ফরোয়ার্ড। আর ইনগোলস্টাটের হয়ে ম্যাচের ৪২তম মিনিটে একমাত্র গোলটি করেন হার্টম্যান।
 
দুই গোল করার ফলে বুন্দেসলিগার চলতি আসরে মোট ২৯টি গোলের মালিক হয়েছেন লেভানোডফস্কি। সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ৩১ ম্যাচ খেলা লেভানোডফস্কির পরেই রয়েছেন ৩০ ম্যাচে ২৫ গোল করা বরুশিয়ার স্ট্রাইকার এমিরিক আউবামেয়াং। আর ৩১ ম্যাচ খেলা বায়ার্নের আরেক তারকা থমাস মুলার করেছেন তৃতীয় সর্বোচ্চ ২০টি গোল।
 
এ ম্যাচে জয়ের ফলে শিরোপা নিশ্চিতের পাশাপাশি তিন মৌসুমে তিনটি মেজর শিরোপা জিতলেন গার্দিওলা। পরের মৌসুমেই তিনি ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির কোচের পদে চলে যাচ্ছেন। তার আগে জার্মানদের আরেকটি শিরোপা জিতিয়েই গেলেন স্প্যানিশ এই কোচ।
 
এ ম্যাচে জয়ের পর ৩৩ ম্যাচ শেষে বায়ার্নের সংগ্রহ বেড়ে দাঁড়ালো ৮৫ পয়েন্ট। দুইয়ে থাকা বরুশিয়া সমান ম্যাচ খেলে অর্জন করেছে ৭৭ পয়েন্ট। আর ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে বায়ার লেভারকুজেন।
 
বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, ০৮ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।