ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

একই সময়ে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্টরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, মে ৮, ২০১৬
একই সময়ে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্টরা ছবি: সংগৃহীত

ঢাকা: মৌসুমে নিজেদের ৩৭তম ম্যাচ খেলতে একই সময়ে মাঠে নামতে যাচ্ছে স্প্যানিশ লিগের ২০টি ক্লাবই। পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখার মিশনে বার্সেলোনার সামনে এবার এসপানিওল বাধা।

রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেতিকো মাদ্রিদও বার্সার সঙ্গে শিরোপা লড়াইয়ের মিশনে নামবে।

রোববার (৮ মে) ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় রাত ৯টায় এসপানিওলের মুখোমুখি হবে বার্সা। অন্যদিকে, স্বাগতিক লেভান্তের বিপক্ষে অ্যাতলেতিকো ও সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়াকে মোকাবেলা করবে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। একই সময়ে আরো সাতটি ম্যাচ মাঠে গড়াবে।

বার্সা-অ্যাতলেতিকোর তুলনায় রিয়ালের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কেননা, ভ্যালেন্সিয়ার বিপক্ষে শেষ চার ম্যাচেই জয়হীন লস ব্লাঙ্কসরা। এর মধ্যে আবার এক ম্যাচে হারেও দুঃস্মৃতিও রয়েছে। সবশেষ ১৩ বারের দেখায় গ্যালাকটিকোদের হার এই এক ম্যাচেই। জয় ৭টিতে আর ড্র পাঁচটি ম্যাচ ড্রয়ের মুখ দেখে।

অপরদিকে, এসপানিওলের বিপক্ষে শেষ ১৩টি লিগ ম্যাচে অজেয় বার্সা। ১০টি জয়ের পাশাপাশি বাকি তিনটি ম্যাচ ড্র করে ১০টি ক্লিন শিট (ম্যাচে গোল হজম না করা) করে কাতালানরা। কঠিন সময় পার করে আগের তিনটি লিগ ম্যাচেই জয়োল্লাসে মাতেন মেসি-নেইমার-সুয়ারেজরা। ম্যাচপ্রতি গোলের গড় ৫.৩!

এবার লুইস এনরিকের শিষ্যদের সামনে টানা চারটি ম্যাচ জিতে শিরোপা জয়ের পথে আরো এক ধাপ এগিয়ে যাওয়ার হাতছানি। লেভান্তের বিপক্ষে নিজেদের সবশেষ শিরোপা জয়ের মৌসুমে (২০১৩-১৪) হারের স্বাদ নিয়েছিল অ্যাতলেতিকো। শেষ সাতবারের মুখোমুখি লড়াইয়ে লেভান্তের জয় ওই এক ম্যাচেই। যেখানে দুই ম্যাচে ড্রয়ের পাশাপাশি চারবার পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে অ্যাতলেতিকো।

পয়েন্ট টেবিলে ৩৬ ম্যাচ শেষে সমান ৮৫ পয়েন্টে ‍বার্সার পরেই অ্যাতলেতিকোর অবস্থান। এক পয়েন্টে পিছিয়ে থেকে তিন নম্বরে রিয়াল। মৌসুম শেষ হতে আর মাত্র দু’টি করে ম্যাচ বাকি।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, মে ৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।