ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

ক্ষমা চাইলেন মামুনুল ও সোহেল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, মে ৮, ২০১৬
ক্ষমা চাইলেন মামুনুল ও সোহেল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: নিষেধাজ্ঞার কবলে থাকতে চাইছেন না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম ও মিডফিল্ডার  সোহেল রানা। জাতীয় দলে ফিরতে মরিয়া হয়ে আছেন সম্প্রতি শৃঙ্খলা ভঙ্গের দায়ে নিষিদ্ধ হওয়া লাল-সবুজের এই দুই ফুটবলার।

তাইতো জাতীয় দল কমিটির কাছে চিঠি দিয়ে ক্ষমা চেয়ে তাদের দলে অন্তর্ভুক্ত করতে বিনীত অনুরোধ জানালেন দেশ সেরা এই দুই ফুটবলার।

 

রোববার (০৮ মে) দুপুরে তারা জাতীয় দল কমিটির কাছে এই চিঠি পেশ করেন। চিঠিতে তাদের ক্ষমা চাওয়ার বিষয়ের সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেন বাংলাদেশ ফুটবল ফেডারশেনর সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। তিনি জানান, ‘সোহেল রানা ও মামুনুল ইসলাম জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির কাছে তাদের অন্তর্ভুক্তির বিষয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে একটি চিঠি দিয়েছে। জাতীয় দলের নিয়ম-কানুন, কোড অব কন্ডাক্ট সব কিছুই মেনে চলবে এই ব্যাপারে ক্ষমা প্রার্থনা করে জানান, তারা জাতীয় দলে খেলতে চায়, তাদের আবারো সুযোগ দেয়া হোক। ’

 

তবে ক্ষমার  বিষয়ে জাতীয় দল কমিটির সিদ্ধান্তের জন্য তিন থেকে চার দিন অপেক্ষা করতে হবে উল্লেখ করে সোহাগ আরও জানান, ‘ন্যাশনাল টিমস কমিটি মামুনুলদের ক্ষমার বিষয়ে তিন-চার দিন পরে সিদ্ধান্ত নেবে। ’

এদিকে মামুনুল ও সোহেল রানা ক্ষমা চেয়ে চিঠি দিলেও বাকি দুই নিষিদ্ধ থাকা ফুটবলার ক্ষমা প্রার্থনা করেননি বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন সোহাগ।

গত মার্চে শৃঙ্খলা ভঙ্গের কারণে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন মামুনুল ইসলাম ও জাহিদ হোসেন। আর ছয় মাসের নিষিদ্ধ ছিলেন ইয়াসিন খান ও সোহেল রানা।
 
এদিকে শনিবার (০৭ মে) বাংলাদেশ ফুটবলের নব নির্বাচিত কমিটির প্রথম বৈঠক শেষে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ ২০১৯ সালে এশিয়া কাপের প্লে-অফ পর্বের দুই ম্যাচের জন্য সাবেক কোচ লোড ডি ক্রুইফের নিয়োগের কথা জানিয়েছিলেন। যার বিস্তারিত সোমবার (০৯ মে) জানা যাবে বলেও জানান সোহাগ। আর জাতীয় দলের ক্যাম্প শুরুর বিষয়টিও সোমবার নাগাদ চূড়ান্ত হবে বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ০৮ মে ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।