ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

২০১৮ পর্যন্ত জুভেন্টাসে বুফন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, মে ১১, ২০১৬
২০১৮ পর্যন্ত জুভেন্টাসে বুফন জিয়ানলুইজি বুফন-ছবি:সংগৃহীত

ঢাকা: জুভেন্টাসের সঙ্গে ২০১৮ পর্যন্ত চুক্তি নবায়ন করলেন গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। ব্যাপারটি তুরিনের ক্লাবটির এক ‍অফিসিয়াল ঘোষণার মাধ্যমে জানানো হয়।

বুফনের বয়স ৩৮ এর কোটায় চললে ক্লাবটির এখন পর্যন্ত সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে তিনি খেলছেন।

২০০১ সালে সিরিআ চ্যাম্পিয়ন জুভেন্টাসে সে সময়ের বিশ্ব রেকর্ড ১ বিলিয়ন ইতালিয়ান লিরেতে যোগ দেন বুফন। এর পরের ঘটনা সবারই জানা। ক্লাবটির বিভিন্ন ইতিহাসের সাক্ষি এ তারকা এখন পর্যন্ত ৬০০টির কাছাকাছি ম্যাচ খেলেছেন।

এ সময় তিনি জুভিদের হয়ে ছয়বার শিরোপা জিতেছেন। এছাড়া ইতালি জাতীয় দলের হয়ে তিনি এখন পর্যন্ত ১৫২টি ম্যাচ খেলেছেন। যেখানে ২০০৬ সালের বিশ্বকাপ ট্রফি জয়েও তার অবদান রয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ১১ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।