ঢাকা, সোমবার, ১২ কার্তিক ১৪৩১, ২৮ অক্টোবর ২০২৪, ২৪ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

বরখাস্ত এভারটন কোচ মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, মে ১৩, ২০১৬
বরখাস্ত এভারটন কোচ মার্টিনেজ ছবি:সংগৃহীত

ঢাকা: বরখাস্ত করা হলো এভারটনের প্রধান কোচ রবের্টো মার্টিনেজকে। ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ দিকে এসে এমন খবর নিশ্চিত করা হলো ক্লাবটির পক্ষ থেকে।

স্প্যানিশ এ কোচের বরখাস্ত হওয়া পেছনে যথেষ্ট কারণ রয়েছে। লিগের শেষ ১০ ম্যাচে তার অধীনে দলটি মাত্র একটি জয় পেয়েছে। বর্তমানে পয়েন্ট টেবিলে এক ম্যাচ বাকি থাকতে এভারটনের অবস্থান ১২ নম্বরে।

২০১৩ সালে এভারটনের কোচ হিসেবে যোগ দিয়েছিলেন মার্টিনেজ। আর প্রথম মৌসুমেই বাজিমাত করেন তিনি। ক্লাবটিকে এনে দেন নিজেদের লিগ ইতিহাসে সর্বোচ্চ ৭২ পয়েন্ট। সেবার তারা পঞ্চমস্থানে থেকে লিগ শেষ করেছিলো।

বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, ১৩ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।