ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বেলজিয়ামের ইউরো স্কোয়াড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, মে ১৩, ২০১৬
বেলজিয়ামের ইউরো স্কোয়াড ছবি:সংগৃহীত

ঢাকা: ঘোষণা করা হলো ইউরো ২০১৬ বেলজিয়াম ফুটবল দল। ২৪ সদস্যের এই দলটি এ মাসের শেষে ২৩ সদস্যে নামিয়ে আনা হবে।

এ দলে সুযোগ হয়নি স্ট্রাইকার নাসের চাদলি ও কেভিন মিরালাসের।

দলটির নিয়মিত অধিনায়ক এর আগে চোটের কারণে বাদ পড়েছিলেন। তবে নতুন ঘোষিত স্কোয়াডে রাখা হয়েছে তরুণ জেসন ডিনায়ারকে।

আগামী ১০ জুন থেকে এক মাস ব্যাপি ইউরো আসরটি এবার আয়োজন করছে ফ্রান্স। মোট ১০টি ভেন্যুতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।

ইউরোর এবারের আসরে বেলজিয়াম গ্রুপ ‘ই’তে পড়েছে। যেখানে তারা প্রতিপক্ষ হিসেবে পাবে ইতালি, রিপাবলিক অব আয়ারল্যান্ড ও সুইডেনকে।  

বেলজিয়ামের ২৪ সদস্যের ইউরো ২০১৬ স্কোয়াড:

গোলরক্ষক: থাইবাউট কোরতোইস, জেন ফ্রান্সিসকো জিলেট, সাইমন মিগনোলেট।

ডিফেন্ডার: টবি আলডেয়ারেল্ড, ডেডরেক বোয়াটা, জেসন ডিনায়ার, বিজ্রোন এঙ্গেলস, নিকোলাস লোম্বাট্রস, জর্ডান লুকাকু, টমাস মেউনিয়ার, টমাস ভারমালেইন, জান ভারটোঙ্গেন।

মিডফিল্ডার: মুসা দেম্বেলে, মারোনে ফেলাইনি, রাদজা নাইনগোলান, অ্যাক্সেল উইটসেল।

ফরোয়ার্ড: মিকে বাটসাহুয়ে, ক্রিস্টিয়ান বেনটেক, ইয়ান্নিক কারাস্কো, কেভিন ডি ব্রুইন, এডেন হ্যাজার্ড, রোমেলো লুকাকু, দ্রিয়েস মারটেনস, ডিভোক ওরিগি।

বাংলাদেশ সময়: ০৪৩২ ঘণ্টা, ১৩ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।