ঢাকা, সোমবার, ১২ কার্তিক ১৪৩১, ২৮ অক্টোবর ২০২৪, ২৪ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

মুক্তির স্বাদ নিয়ে ক্যাম্পে মামুনুল-সোহেল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, মে ১৩, ২০১৬
মুক্তির স্বাদ নিয়ে ক্যাম্পে মামুনুল-সোহেল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: নিষেধাজ্ঞা থেকে আগের দিন মুক্তি পেয়ে পরের দিনই জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন দেশসেরা দুই তারকা ফুটবলার মামুনুল ইসলাম ও সোহেল রানা। এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফ ম্যাচের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন তারা।

 

এশিয়ান কাপের বাছাই পর্বে ওঠার প্লে-অফ ম্যাচে বাংলাদেশের সামনে রয়েছে তাজিকিস্তান। আর এই ম্যাচকে সামনে রেখে আগেই ৩৪ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে, ঘোষিত দলে ছিলেন না দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এক বছর নিষেধাজ্ঞা পাওয়া নিয়মিত অধিনায়ক মামুনুল ও ছয় মাসের নিষেধাজ্ঞা পাওয়া সোহেল।

প্লে-অফে আগামী ০২ জুন প্রথম লেগে এবং ০৭ জুন ফিরতি লেগে তাজিকিস্তানের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজরা। প্রথম লেগের (অ্যাওয়ে) ম্যাচটি হবে তাজিকিস্তানের দুশানবেতে আর ফিরতি লেগের (হোম) ম্যাচটি হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে।

আবারো জাতীয় দলের কোচ হিসেবে দলের সঙ্গে যোগ দিচ্ছেন ডাচ কোচ কোচ লোডভিক ডি ক্রুইফ। তবে, ডি ক্রুইফ বাংলাদেশে এখনো এসে না পৌঁছানোয় আপাতত সহকারী কোচ সাইফুল বারী টিটোর অধীনে অনুশীলন করছে জাতীয় দল।

গত সাফ ফুটবলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মামনুল ইসলামসহ ৪ ফুটবলারকে চলতি বছর ০২ মার্চ নিষিদ্ধ করেছিল বাফুফে। মামুনুল-সোহেলসহ নিষিদ্ধ করা হয় ইয়াসিন খান ও জাহিদ হোসেনকে। সতর্ক করে দেওয়া হয়েছিল গোলরক্ষক শহীদুল আলম, আতিকুর রহমান ও ইয়ামিন মুন্নাকে।

মামুনুল ও জাহিদকে এক বছর এবং সোহেল রানা ও ইয়াসিনকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। ক্ষমা চেয়ে আবেদনের প্রেক্ষিতে মামুনুল ও সোহেল রানার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও জাহিদ ও ইয়াসিনের ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যায়।

বৃহস্পতিবার (১২ মে) ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটির এক জরুরি সভায় মামুনুল-সোহেলের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ১৩ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।