ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

চেলসির বর্ষসেরা ফুটবলার উইলিয়ান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, মে ১৪, ২০১৬
চেলসির বর্ষসেরা ফুটবলার উইলিয়ান উইলিয়ান-ছবি:সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসির হয়ে বাজিমাত করেছেন উইলিয়ান। ২০১৫-১৬ মৌসুমে নিজ দল খারাপ খেললেও ফর্মের তুঙ্গে ছিলেন এ ব্রাজিয়িলান।

ফলে ব্লুজদের বর্ষসেরার পুরস্কার ওঠে তার হাতে।

শুক্রবার চেলসির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুটি বড় পুরস্কার পান উইলিয়ান। বর্ষসেরা খেতাবের পাশাপাশি প্লেয়ার্স প্লেয়ার অব দ্যা ইয়ারও হন তিনি।

এদিন সেরা গোলের পুরস্কার পেয়েছেন এডেন হ্যাজার্ড। আর তরুণ বর্ষসেরা ফুটবলার হয়েছেন রুবেন লোফ্টস-চেক। এছাড়া সেরা অ্যাকাডেমি ফুটবলার হয়েছেন ফিকায়ো টোমোরি।

শেষ হতে যাওয়া মৌসুমে মিডফিল্ডে থাকা উইলিয়ান ৪৭ ম্যাচে ১১টি গোল করেছেন। আর তিনি দলটির তৃতীয় ফুটবলার হিসেবে এক বছরে এমন দুটি বড় ট্রফি জিতেছেন। এর আগে হুয়ান মাতা ও এডেন হ্যাজার্ড এমন কীর্তি গড়েছিলেন।

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, ১৪ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।