ঢাকা, সোমবার, ১২ কার্তিক ১৪৩১, ২৮ অক্টোবর ২০২৪, ২৪ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

কে পাচ্ছে শিরোপা, বার্সা না রিয়াল?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, মে ১৪, ২০১৬
কে পাচ্ছে শিরোপা, বার্সা না রিয়াল?

ঢাকা: ইউরোপের বড় বড় প্রায় সবগুলো লিগেই ইতোমধ্যে শিরোপা নিশ্চিত হয়ে গেছে। তবে রোমাঞ্চ তৈরি করে শেষ ম্যাচটি পর্যন্ত টিকে রয়েছে স্প্যানিশ ট্রফির ভাগ্য নির্ধারণ।

আজ (১৪ মে) জয় পেলেই শিরোপা উৎসব করবে বার্সেলোনা। তবে রিয়াল মাদ্রিদের জয়ের পাশাপাশি বার্সার হারও কামনা করতে হবে।

শনিবার (১৪ মে) টানা দ্বিতীয় লা লিগা ট্রফি জয়ের লক্ষ্যে গ্রানাডার মুখোমুখি হবে বার্সা। ঘরের মাঠ স্তাদিও নুয়েভো লস কারমেনসে লুইস এনরিক শিষ্যদের আতিথিয়েতা জানাবে তলানির দল গ্রানাডা। অন্যদিকে স্তাদিও মিউনিসিপাল ডি রিয়াজোরে আতিথিয়েতা নিতে যাওয়া রিয়াল লড়বে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে। দুটি ম্যাচই বাংলাদেশ সময় রাত নয়টায় অনুষ্ঠিত হবে।

চলতি মৌসুমের শুরুতে লিগের খেলায় একক আধিপত্য দেখিয়েছিলো বার্সা। এক সময় ভাবা হয়েছিলো কয়েক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়নের মুকুট পড়বে কাতালানরা। তবে শেষ দিকে এসে টানা তিন ম্যাচ হেরে লিগ জমিয়ে তোলে দলটি। পাশাপাশি মৌসুমের মাঝে কোচের দায়িত্ব পাওয়া জিনেদিন জিদানের অধীনে দারুণ ঘুরে দাঁড়ানো রিয়াল শিরোপা দৌড়ে চলে আসে।

এ ম্যাচগুলোর আগে বার্সা ৩৭ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। আর সমান ম্যাচে এক পয়েন্ট কম (৮৭) নিয়ে দ্বিতীয় অবস্থানে রিয়াল। গ্রানাডার বিপক্ষে বার্সা যদি স্বাভাবিক ভাবেই জয় তুলে নেয় তবে চ্যাম্পিয়নস হওয়াটা নিশ্চিত।

তবে হার অথবা ড্র করলে অন্যদিকে যদি রিয়াল জয় পায় তাহলে নিজের প্রধম মৌসুমেই বাজিমাত করবেন জিদান। সেই সঙ্গে চার মৌসুম পর ঘরোয়া সবচেয়ে মর্যাদাপূর্ণ এ ট্রফি জয় করবেন ক্রিস্টিয়ানো রোনালদোরা।

গ্রানাডার বিপক্ষে ম্যাচের আগে অবশ্য পরিসংখ্যানে বার্সা অনেক এগিয়ে। শেষ ১৭ ম্যাচের মধ্যে ১৫টিতে জয় তুলে নিয়েছেন লিওনেল মেসিরা। তবে লিগ টেবিলে ১৬ নম্বরে থাকা গ্রানাডা ২০১৪ মৌসুমেই শেষ জয়টি তুলে নিয়েছিলো বার্সার বিপক্ষে। আর সেই সঙ্গে ঘরের মাঠে শেষ ছয় ম্যাচে অপরাজিত দলটি এ ম্যাচে বাড়তি আত্মবিশ্বাস পাচ্ছে।

রিয়াল প্রতিপক্ষ লা কুরনাও শক্তির বিচারে গ্যালাকটিকোদের থেকে বেশ পিছিয়ে। পয়েন্ট টেবিলে ১৩ নম্বরে থাকা দলটি শেষ পাঁচ ম্যাচের রিয়ালের হেরেছে। যেখানে রিয়াল ফুটবলাররা এই পাঁচ ম্যাচে ২১টি গোল করেছিলেন।

এদিকে লা লিগার ট্রফি জিতলে বার্সার চলতি মৌসুমে দুটি বড় শিরোপা জয়ের সম্ভাবনা থাকবে। চ্যাম্পিনস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া কাতালানরা কোপা দেল রে’র ফাইনালও নিশ্চিত করেছে। পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করা রিয়ালও যদি লিগ শিরোপা ঘরে তোলে তাহলে দুটি বড় শিরোপাইতে চুমু খাবে দলের ফুটবলাররা।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ১৪ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।