ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, মে ১৪, ২০১৬
স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা ছবি: সংগৃহীত

ঢাকা: ২৪তম লিগ শিরোপা জিতে নিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। গ্রানাদার মাঠে ৩-০ গোলের জয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সা আবারো শিরোপা জিতে নিয়েছে।

ফলে, টানা দুই মৌসুম লা লিগার চ্যাম্পিয়ন হলো মেসি-নেইমার-সুয়ারেজরা।

শেষ রাউন্ডের এই ম্যাচে জিততেই হবে, নয়তো শিরোপা হারানো শঙ্কা থাকবে-এমন কঠিন সমীকরণ নিয়ে গ্রানাদার মাঠে আতিথ্য নেয় লুইস এনরিকের শিষ্যরা। হারলেই এক পয়েন্ট পিছিয়ে থাকা রিয়াল তাদের নিজ ম্যাচে জিতলে শিরোপা নিয়ে যাবে-এমন শঙ্কাও ছিল। তবে, লুইস সুয়ারেজের হ্যাটট্রিক সব সমীকরণের হিসেব আর শঙ্কা দূর করে কাতালানদের টানা দ্বিতীয়বার শিরোপার উৎসবে ভাসায়।

৩৮ রাউন্ড শেষে (আসরের শেষ ম্যাচ) বার্সা সর্বোচ্চ ৯১ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হলো। আর অপর ম্যাচে সমান সংখ্যক ম্যাচ খেলা ক্রিস্টিয়ানো রোনালদো-জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ ৯০ পয়েন্ট নিয়ে আসরের দ্বিতীয়স্থান দখল করেছে।

ম্যাচের ২২তম মিনিটে প্রথম লিড নেয় বার্সা। জরদি আলবার অ্যাসিস্ট থেকে গোল করেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার সুয়ারেজ। ৩৮ মিনিটের মাথায় দলের ও নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এবারে গোলের যোগান দেন ব্রাজিল তারকা দানি আলভেজ।

২-০ গোলে শিরোপা নিশ্চিতের ম্যাচে এগিয়ে থেকে বিরতিতে যায় মেসি বাহিনী।

বিরতির পর ৮৬ মিনিটের মাথায় দলের তৃতীয় ও নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন সুয়ারেজ। ব্রাজিল তারকা নেইমারের অ্যাসিস্ট থেকে তৃতীয় গোলটি করেন সুয়ারেজ। এ গোলের ফলে পিচিচি ট্রফিও নিশ্চিত করেন লা লিগার আসরে ৪০ গোল করা সুয়ারেজ।

শিরোপা নিশ্চিতের ম্যাচে বার্সার হয়ে মাঠে নামেন টার স্টেগেন, দানি আলভেজ, জেরার্ড পিকে, মাশচেরানো, জরদি আলবা, রেকিটিক, বুসকেটস, আন্দ্রেস ইনয়েস্তা, লুইস সুয়ারেজ, লিওনেল মেসি আর নেইমার।
 
বাংলাদেশ সময়: ২২৫৭ ঘন্টা, ১৪ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।