ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

বড় জয়ে শেষ জুভিদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, মে ১৫, ২০১৬
বড় জয়ে শেষ জুভিদের ছবি: সংগৃহীত

ঢাকা: ইতালিয়ান সিরি আ’তে শেষ রাউন্ডের ম্যাচেও দুর্দান্ত জয় পেয়েছে জায়ান্ট দল জুভেন্টাস। টানা পঞ্চমবার ইতালিয়ান সেরারা নিজেদের শেষ রাউন্ডের ম্যাচে সাম্পদোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে জিতেছে।

দলের হয়ে জোড়া গোল করেন আর্জেন্টাইন তরুণ তারকা পাওলো দাইবালা। একটি করে গোল করেন জর্জিও চিয়েলিনি, প্যাট্রিক এভরা এবং বনুচ্চি।

ম্যাচের ১৫ মিনিটে প্রথম ও ৩৭ মিনিটে দ্বিতীয় গোল করেন লিওনেল মেসির উত্তরসূরি হিসেবে নিজেকে বারবার প্রমান করা দাইবালা। তবে, পঞ্চম মিনিটেই জুভিদের হয়ে লিড নেন এভরা। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যাসিমিলানো আল্লেগ্রির শিষ্যরা।

বিরতির পর ৭৭ মিনিটের মাথায় চিয়েলিনি ও ৮৫ মিনিটের মাথায় বনুচ্চি গোল করেন।

এ জয়ের ফলে সবোচ্চ ৯১ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করে জুভেন্টাস।

বাংলাদেশ সময়: ০১৪৮ ঘণ্টা, ১৫ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।