ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

ফেডারেশন কাপের সঙ্গে পিছিয়ে যাচ্ছে প্রিমিয়ার লিগ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, মে ১৫, ২০১৬
ফেডারেশন কাপের সঙ্গে পিছিয়ে যাচ্ছে প্রিমিয়ার লিগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর (ফাইল ফটো)

ঢাকা: রোববার (১৫ মে) থেকে ফেডারেশন কাপ ফুটবল শুরু হওয়ার কথা থাকলেও তা অনিবার্য কারণবশত পিছিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একটি সূত্রে জানা যায়, ক্লাবগুলোর আপত্তির মুখে পূর্ব নির্ধারিত সূচি হিসেবে আজ থেকে অনুষ্ঠিত হচ্ছে না এই টুর্নামেন্ট।

 

আর ফেডারেশন কাপ পেছানোয় স্বাভাবিক ভাবেই পিছিয়ে যাচ্ছে প্রিমিয়ার লিগ।

আগামী ৭ জুন জাতীয় ফুটবল দলের এশিয়ান কাপের বাছাইয়ের প্লে-অফ পর্ব শেষ হওয়ার কথা। এরপরই ফেডারেশন কাপ আয়োজনের আভাস দিয়েছে পেশাদার লিগ কমিটি।

আগের মতোই বাজেসব কারণকে সামনে এনে পেশাদার লিগ কমিটি মৌসুমের প্রথম আসর স্বাধীনতা কাপও পিছিয়েছিল। সেটি শেষ হওয়া মাত্র ফেডারেশন কাপের সূচি প্রকাশ করে পেশাদার লিগ কমিটি। তবে, এটিও পেছানোর সঙ্গে পিছিয়ে যাচ্ছে প্রিমিয়ার লিগের আসর।

ফলে, প্রশ্ন উঠেছে এশিয়ান কাপের বাছাই পর্বের প্লে-অফের পূর্ব নির্ধারিত সূচি জানা থাকার পরও কেন ১৫ মে থেকে ফেডারেশন কাপ শুরু করার ঘোষণা দেয় পেশাদার লিগ কমিটি?

প্লে-অফে আগামী ০২ জুন প্রথম লেগে এবং ০৭ জুন ফিরতি লেগে তাজিকিস্তানের বিপক্ষে মাঠে নামবে জাতীয় দল। প্রথম লেগের (অ্যাওয়ে) ম্যাচটি হবে তাজিকিস্তানের দুশানবেতে আর ফিরতি লেগের (হোম) ম্যাচটি হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। লাল-সবুজদের ফুটবলারদের কথা মাথায় রেখে আর বাংলাদেশ ফুটবলের স্বার্থে ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগের আসর পিছিয়ে যাচ্ছে বলে অনেকের ধারণা।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ১৫ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।