ঢাকা: গোলে সহায়তা করার বেলায় অ্যাঙ্গেল ডি মারিয়া কতটা ‘ভয়ংকর’ তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না! পিএসজির হয়ে প্রথম মৌসুমেই তারই একটি জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার। ফ্রেঞ্চ লিগে এক মৌসুমে ১৮টি অ্যাসিস্ট করার নতুন রেকর্ড গড়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা।
নান্টেসের বিপক্ষে মৌসুমের শেষ লিগ ম্যাচে ৪-০ ব্যবধানে জয়ের রাতে এমন কীর্তি গড়েন ডি মারিয়া। জ্লাতান ইব্রাহিমোভিচের জোড়া গোলের প্রথমটি ও লুকাস মৌরার গোল উদযাপনের নেপথ্য কারিগর ছিলেন তিনি।
এর আগে ২০১০-১১ মৌসুমে এফসি সোচাক্সের জার্সি গায়ে সতীর্থদের দিয়ে ১৭টি গোল করিয়েছিলেন ফ্রেঞ্চ মিডফিল্ডার মারভিন মার্টিন। পাঁচ বছরের মাথায় ডি মারিয়ার হাত ধরে মার্টিনের কীর্তিটি এখন অতীত।
রিয়াল মাদ্রিদে চার বছর কাটানোর পর গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন ডি মারিয়া। কিন্তু রেড ডেভিলসদের হয়ে মাত্র এক মৌসুম খেলেই পিএসজিতে পাড়ি জমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা এ অ্যাটাকিং মিডফিল্ডার।
পিএসজির জার্সি গায়ে ইতোমধ্যেই লিগ, লিগ কাপের শিরোপা জিতেছেন। ফ্রেঞ্চ কাপের ফাইনালে অলিম্পিক মার্শেইকে হারাতে পারলেই ‘ঘরোয়া ট্রেবল’ জয়ের উল্লাসে মাতবেন কাভানি-ইব্রাহিমোভিচ-ডি মারিয়ারা। আগামী শনিবার (২১ মে) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মে ১৫, ২০১৬
এমআরএম