ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

ইংলিশ প্রিমিয়ারের রানার্সআপ আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, মে ১৬, ২০১৬
ইংলিশ প্রিমিয়ারের রানার্সআপ আর্সেনাল ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের ম্যাচে দুর্দান্ত জয় নিয়ে ইংলিশ রানার্সআপ হয়েছে আর্সেনাল। অ্যাস্টন ভিয়াকে ৪-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় চ্যাম্পিয়ন লিচেস্টার সিটির পরেই অবস্থান করলো আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

 

দুই নম্বরে থাকা টটেনহাম ৫-১ গোলের বড় ব্যবধানে হেরেছে নিউক্যাসলের বিপক্ষে। ফলে, এক পয়েন্ট বেশি নিয়ে টেবিলের দুইয়ে চলে আসে আর্সেনাল।

শীর্ষে থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি সর্বোচ্চ ৮১ পয়েন্ট নিয়ে আসর শেষ করে। ৭১ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করলো আর্সেনাল। ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় টটেনহাম আর ৬৬ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছে ম্যানচেস্টার সিটি।

অ্যাস্টন ভিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেন আর্সেনালের অলিভার জিরুদ। ম্যাচের পঞ্চম মিনিটেই তার গোলে লিড নেয় গানাররা। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্সেনাল। বিরতির পর ম্যাচের ৭৮ ও ৮০ মিনিটের মাথায় আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন জিরুদ। বাকি গোলটি ম্যাচের ৯০ মিনিটে আত্মঘাতি হয়। ফলে, ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ১৬ মে ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।