ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

অলিম্পিকে স্বর্ণ জিততে মরিয়া নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, মে ১৭, ২০১৬
অলিম্পিকে স্বর্ণ জিততে মরিয়া নেইমার নেইমার-ছবি:সংগৃহীত

ঢাকা: জাতীয় দল ব্রাজিল ও ক্লাব বার্সেলোনার সমঝোতায় আসছে ব্রাজিলের দুটি টুর্নামেন্টের একটি খেলার ‍সুযোগ পেয়েছেন নেইমার। তাই কোপা আমেরিকার শতবর্ষ টুর্নামেন্ট বাদ দিয়ে তরুণ এই তারকাকে খেলতে হচ্ছে ঘরের মাঠের রিও অলিম্পিক।

আগামী মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপার আসর। আর এই টুর্নামেন্টে সেলেকাও দলে না থাকলেও অলিম্পিকে স্বর্ণ নেইমারের থেকে আর কেউ বেশি চান না বলে জানিয়েছেন তিনি।

নেইমার বলেন, ‘আমি অলিম্পিকের দায়িত্ব নিতে প্রস্তুত। এটা শুধুমাত্র ব্রাজিলিয়ানরাই চায় না। তারা জানে আমার থেকে বেশি কেউ এই শিরোপাটি জিততে মরিয়া না। ’

এদিকে অলিম্পিকের কারণে কোপা আমেরিকা ছাড়তে হয়েছে নেইমারকে। তবে এ ব্যাপারে কোন রকম দুঃখ প্রকাশ করছেন না তিনি। ‘ আমি হতাশ না। আমি আমার দেশের টুর্নামেন্টে খেলবো। যেখানে ব্রাজিল এখনও স্বর্ণ জিততে পারেনি। ’

তিনি আরও বলেন, ‘আমি অবশ্যই দুটি আসরে খেলতে চেয়েছিলাম। তবে আমাকে আমার ক্লাবের নির্দেশনাও মানতে হবে। ’

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ১৭ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।