ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

প্রিমিয়ার লিগের বর্ষসেরা কোচ রানিয়েরি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, মে ১৭, ২০১৬
প্রিমিয়ার লিগের বর্ষসেরা কোচ রানিয়েরি ক্লাউদিও রানিয়েরি-ছবি:সংগৃহীত

ঢাকা: একের পর এক সম্মাননা পেয়েই যাচ্ছেন ক্লাউদিও রানিয়েরি। কেনই বা পাবেন না? প্রায় অবনমনের খরায় থাকা লিচেস্টার সিটি তাদের ক্লাব ইতিহাসের ১৩২ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা যে তার অধীনেই জেতে।

 

আর নতুন সম্মাননা হিসেবে তিনি জিতলেন প্রিমিয়ার লিগ বর্ষসেরা কোচের পুরস্কার।

একই দিন ইতালিয়ান এই কোচের হাতে ওঠে বর্ষসেরা লিগ ম্যানেজারের পুরস্কারও। ‍৬৪ বছর বয়সী রানিয়েরি দ্বিতীয় কোনো কোচ যিনি এই শিরোপা জিতলেন। এর আগে আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার ২০০২ ও ২০০৪ সালে এই অ্যাওয়ার্ডটি জিতেছিলেন।

প্রিমিয়ার লিগ চলাকালীন রানিয়েরি তিনবার ‘মাসের সেরা কোচ’ নির্বাচিত হয়েছিলেন। আর মৌসুম শেষে নিজ দেশ ইতালির বর্ষসেরা কোচের পুরস্কারও দেওয়া হয়ে তাকে।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, ১৭ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।