ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

কোপায় ব্রাজিলের সম্ভাব্য অধিনায়ক অগাস্টো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, মে ১৮, ২০১৬
কোপায় ব্রাজিলের সম্ভাব্য অধিনায়ক অগাস্টো রেনাতো অগাস্টো-ছবি:সংগৃহীত

ঢাকা: ব্রাজিলের নিয়মিত অধিনায়ক নেইমার এবারের কোপা আমেরিকা শতবর্ষ উপলক্ষে বিশেষ আসরে থাকছেন না। কারণ তিনি ঘরের মাঠে রিও অলিম্পিকে অংশগ্রহন করবেন।

তাই জাতীয় দলের কোচ দুঙ্গার কোপার অধিনায়ক হিসেবে রেনাতো অগাস্টোর দিকে ইঙ্গিত দিয়েছেন।

গত অক্টোবরে ব্রাজিল জাতীয় দলে অভিষেক হয় অগাস্টোর। তবে এখন পর্যন্ত চারটি ম্যাচে দুটি গোল দেওয়া বেইজিং গুয়ানের এ মিডফিল্ডার দলের হয়ে দারুণ ভূমিকা রেখেছেন।

এদিকে ইন্টারমিলান ডিফেন্ডার মিরান্ডাও অধিনায়কের তালিকায় ফেভারিট হিসেবে রয়েছেন। তিনি এখন পর্যন্ত দলের সাতটি ম্যাচে নেতৃত্বও দিয়েছেন। তবে দুঙ্গা জানিয়েছে অগাস্টোই তালিকায় সবথেকে এগিয়ে।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এবারের আসরটি ৩ জুন থেকে শুরু হচ্ছে। আর পরের দিনই রোজ বোলে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে সেলেকাওরা। গ্রুপ ‘বি’তে থাকা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা হাইতি ও পেরুর বিপক্ষেও ম্যাচ খেলবে।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ১৮ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।