ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

টানা ষষ্ঠবার ‘ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ বার্সার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, মে ২০, ২০১৬
টানা ষষ্ঠবার ‘ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’ বার্সার ছবি: সংগৃহীত

ঢাকা: আবারো ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতলো বার্সেলোনা। যা এ নিয়ে টানা ষষ্ঠবার।

লা লিগায় ২৪তম শিরোপা জেতার মৌসুমে অন্যান্য দলের চেয়ে পরিচ্ছন্ন খেলা উপহার দেওয়ার স্বীকৃতিস্বরুপ এই খেতাব অর্জন করে স্প্যানিশ জায়ান্টরা।

রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) কর্তৃক এ সম্মানে ভূষিত হয় বার্সা। ২০১৫-১৬ মৌসুমে বার্সাই নাকি সবচেয়ে কম নিষেধাজ্ঞা ও কার্ডের আওয়ায় পড়ে। প্রসঙ্গত, এ নিয়ে টানা দ্বিতীয় ও গত আট মৌসুমের মধ্যে ষষ্ঠ লিগ শিরোপা উল্লাসে মাতে কাতালানরা।

৭১ পয়েন্ট নিয়ে অ্যাওয়ার্ড নিশ্চিত করে বার্সা। এরপরই যথাক্রমে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও দেপোর্তিভো লা করুনার অবস্থান।

এটা বার্সার টানা ষষ্ঠ ফেয়ার প্লে অ্যাওয়ার্ড। এর আগে ২০০৫-০৬ ও ২০০৮-০৯ মৌসুমে তারা এটি জিতেছিল। ১৯৯৮ সালে এই অ্যাওয়ার্ড দেওয়ার প্রচলন চালু হওয়ার পর সবচেয়ে বেশি আটবার লা লিগা চ্যাম্পিয়ন হয় বার্সা।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, মে ২০, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।