ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ফুটবল

তেভেজ-দাবালাকে ছাড়াই আর্জেন্টিনা দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, মে ২১, ২০১৬
তেভেজ-দাবালাকে ছাড়াই আর্জেন্টিনা দল ঘোষণা ছবি: সংগৃহীত

ঢাকা: কোপা আমেরিকার শতবর্ষ উপলক্ষে বিশেষ আসরের জন্য ২৩ সদস্যের আর্জেন্টিনা দল ঘোষণা করা হয়েছে। তবে এই দলে সুযোগ পাননি অভিজ্ঞ স্ট্রাইকার কার্লোস তেভেজ, জুভেন্টাসের তরুণ তুর্কি পাওলো দাবালা ও ম্যানচেস্টার সিটি ডিফেন্ডার পাবলো জাবালেটা।

আরেক স্ট্রাইকার ইজিকুয়েল লাভেজ্জি সম্প্রতি চাইনিজ সুপার লিগে খেলতে দেশটিতে পাড়ি দিয়েছেন। তবে জেরার্ডো মার্টিনোর স্কোয়াডে তার থাকাতে কোন সমস্যা হয়নি। তবে দাবালাকে দলে না রাখা হলেও ভাবা হচ্ছে আর্জেন্টিনার অলিম্পিক স্কোয়াডে তিনি থাকতে পারেন।

কোচ মার্টিনো দলের মূল তিন স্ট্রাইকার হিসেবে লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো ও গঞ্জালো হিগুয়েনের ওপরই ভরসা রেখেছেন। আর তাদের সহকারী হিসেবে নিকোলাস গাইতান, অ্যাঙ্গেল ডি মারিয়া ও এরিক লামেলারা রয়েছেন স্কোয়াডে।

আলবেসেলিস্তাদের গোলরক্ষক হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডের সার্জিও রোমেরোই প্রধান ভূমিকা রাখতে পারেন। আর ডিফেন্ডার হিসেবে নিকোলাস ওটামেন্ডি, মার্কোস রোহো ও ফুনেস মোরি দারুণ কার্যকরী হতে পারেন। এছাড়া মাঝমাঠ থেকে ডিফেন্স পর্যন্ত ১৪বারের কোপা আমেরিকার জয়ীদের অভিজ্ঞ জাভিয়ার মাশ্চেরানোর ওপরই ভরসা রাখতে হচ্ছে।

আগামী ৩ জুন থেকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের কোপা আসর। ১৬ দেশের অংশগ্রহনে মোট ১০টি স্টেডিয়ামে আসরটি সম্পন্ন হবে।

এবারের আসরে গ্রুপ ‘ডি’তে রয়েছে আর্জেন্টিনা। যেখানে তারা খেলবে গতবারের চ্যাম্পিয়ন চিলি, পানামা ও বলিভিয়ার বিপক্ষে। ৬ জুন চিলির বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে মেসিরা।

আর্জেন্টিনা দল:

গোলরক্ষক: মারিয়ানো আন্দুজার, নাহুয়েল গুজমান, সার্জিও রোমেরো।

ডিফেন্ডার: ভিক্টর কুয়েস্তা, রামিরো ফুনেস মোরি, জনাথন মাইদানা, গ্যাব্রিয়েল মার্কাদো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস রোহো, ফাসুন্দো রনকাগলিয়া।

মিডফিল্ডার: এভার বানেগা, লুকাস বিগলিয়া, অগাস্টো ফার্নান্দেজ, মাতিয়াস কারনেভিটার, এরিক লামেলা, জাভিয়ার মাশ্চেরানো, জাভিয়ার পাস্তেরো।

ফরোয়ার্ড: সার্জিও আগুয়েরো, অ্যাঞ্জেল ডি মারিয়া, নিকোলাস গাইতান, গঞ্জালো হিগুয়েন, ইজিকুয়েল লাভেজ্জি, লিওনেল মেসি।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, ২১ মে, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।